ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ড ২য় টি২০ কাল

প্রকাশিত: ০৫:৪৪, ৫ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড  ২য় টি২০  কাল

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ সিরিজেও হার, না সমতা; তা শুক্রবারই বোঝা যাবে। এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে। প্রথম টি২০তে ৬ উইকেটে হারে বাংলাদেশ। তিন ম্যাচের টি২০ সিরিজে তাই ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে। যদি দ্বিতীয় টি২০তেও হারে, তাহলে এক ম্যাচ আগেই সিরিজ হার হয়ে যাবে। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে নিউজিল্যান্ড। আর যদি বাংলাদেশ জিততে পারে তাহলে সিরিজে সমতা আসবে। রবিবার যে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি রয়েছে, সেই ম্যাচ তখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হবে। আর যদি শুক্রবার হেরে যায় বাংলাদেশ, তাহলে নিউজিল্যান্ডের জন্য তৃতীয় ম্যাচটি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার আর বাংলাদেশের জন্য স্বস্তির জয় পাওয়ার ম্যাচে পরিণত হবে। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর প্রথম টি২০তেও হারা বাংলাদেশ দল কী পারবে সিরিজে সমতা আনতে? একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ মনে করছেন সম্ভব। কিভাবে? জানাচ্ছেন নিজেই, ‘নিউজিল্যান্ড ঘরের মাঠে খুবই ভাল দল। তবে আমরা বিশ্বাস করি ওদের হারানোর শক্তি আমাদের আছে। দল হিসেবে খেলতে পারলে আমরা অবশ্যই জিতব। এই মুহূর্তে এটিই আমাদের মূল লক্ষ্য। আমরা প্রতিম্যাচেই সুযোগ পাচ্ছি। কাছাকাছি যাচ্ছি। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারছি না। এরপর আবার সুযোগ এলে সেগুলো যেন কাজে লাগাতে পারি। দলের ভাবনা এখন এটিই।’ দেশের মানুষ অন্তত একটি জয় চায়। ব্যক্তিগত কাজে দেশে থাকায় দলের ম্যানেজার হয়ে এবার নিউজিল্যান্ডে যাওয়া হয়নি সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের। তবে তার আশা, বাংলাদেশ দল আবার লড়াইয়ে ফিরতে পারবে। সুজন বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জানালেন, ‘আমাদের জাতিগত একটা স্বভাব, আমরা যখন ভাল করি মুখ লুকিয়ে ফেলি। কথা বলি না। বাংলাদেশ যখন হারে, তখন খুঁজে বের করি কিভাবে দলটাকে টেনে আরও নিচে নামান যায়। সত্যিই যদি আমরা বাংলাদেশ দলের সাপোর্টার হই, বাংলাদেশের ক্রিকেটকে অনুসরণ করি, তাহলে অবশ্যই বাংলাদেশের বিপদের সময় সবার পাশে থাকার কথা। আমাদের সাবেক ক্রিকেটাররাও এ নিয়ে কথা বলছে, তাতে আমি খুবই হতাশ। আমার মনে হয় যৌক্তিক সমালোচনা হলে ভাল হয়। এভাবে কথা বলা মানে খেলোয়াড়দের ?ওপরও চাপ প্রয়োগ করা।’ সঙ্গে যোগ করেন, ‘আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। এটাই বড় কথা। সেরা ক্রিকেট খেলতে পারলে হয়তো শুনে অনেকে হাসবে আমরা ২-১ এ ওয়ানডে সিরিজ জিতলেও অবাক হতাম না। যাই হোক আমরা ভাল ক্রিকেট খেলিনি। এখনও আমাদের দুইটা টি২০ আছে। টেস্ট সিরিজ আছে। একটা জয় পেলেই সব ঠিক হয়ে যাবে। আমি মনে করি আমরা গত আড়াই বছর ধরে যে ক্রিকেট খেলছিলাম। ড্রেসিংরুমে একটা সেøাগান ছিল আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব। আমরা ভয় পাব না। শতভাগ দিয়ে খেলব। সেই ভয়ডরহীন ক্রিকেট আমরা খেলতে পারিনি। খেলোয়াড়দের শারীরিক ভাষায় সেটা মনে হয়েছে। হারার চাপ থাকবেই। সেখান থেকে বের হয়ে আসতে হলে স্বাভাবিক ক্রিকেট খেলতে হবে। ব্যাটিংয়ে আরেকটু ভাল করতে পারলে নিউজিল্যান্ডকে হারানো সম্ভব।’
×