ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি চলছে

প্রকাশিত: ০৭:৫৪, ৪ জানুয়ারি ২০১৭

প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি চলছে

তৌহিদুর রহমান ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তুতি চলছে। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর এই সফর সফল করার লক্ষ্যে নতুন করে কাজ শুরু করেছে সরকার। ভারত সফরকালে কী কী চুক্তি হতে পারে সে বিষয়েও প্রস্তুতি নিচ্ছে ঢাকা। সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সামনে রেখে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা যোগ দেন। প্রধানমন্ত্রীর দিল্লী সফরের সময় যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সেসব বিষয়ে আলোচনা করেন তারা। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রীর ভারত সফর সামনে রেখে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, সেসব নিয়ে আলোচনা হয়েছে। তবে ঠিক কতটি চুক্তি হবে, সেটা এখনও চূড়ান্ত করা হয়নি। ঢাকা-দিল্লী উভয়পক্ষ মিলেই সেসব চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত করা হবে। এছাড়া সফর সফলের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছে। ভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলনে যোগদানের সময় গত বছরের ১৬ অক্টোবর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর একটি দ্বিপক্ষীয় বৈঠক হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণেই এ সফর হবে। সে অনুযায়ী গত বছরের ১৯-২০ ডিসেম্বরে ভারত সফর ঠিক হয়েছিল। তবে হঠাৎ করেই সে সফর পিছিয়ে যায়। এখন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টাইম সিডিউল মিলিয়ে দিল্লী সফরের তারিখ চূড়ান্ত করা হবে।
×