ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনিয়োগ ঝুঁকিমুক্ত করতে নতুন আইন

প্রকাশিত: ০৬:১৪, ২ জানুয়ারি ২০১৭

বিনিয়োগ ঝুঁকিমুক্ত করতে নতুন আইন

বিনিয়োগ ঝুঁকিমুক্ত করতে পুরনো আইন সংস্কার করে বিনিয়োগবান্ধব নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে ‘উন্নয়নের জন্য নগরায়ণ ও ভূমি সমস্যা’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে আইনী সেবায় শীঘ্রই ই-জুটিসিয়ারি প্রকল্প বাস্তবায়ন করা করা হবে। বাংলাদেশ ইকোনমিস্ট ফোরামের তৃতীয় এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর আতিউর রহমানসহ বিশিষ্ট অর্থনীতিবিদ ও নগরবিশেষজ্ঞরা। -অর্থনৈতিক রিপোর্টার
×