ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সিন্ধু পানি চুক্তি

যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৬, ১ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে পাকিস্তান

ভারতের সঙ্গে সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) বাস্তবায়ন মধ্যস্থতায় বিশ্ব ব্যাংক সাময়িক বিরতি ঘোষণা করলে পাকিস্তান বিরক্ত হয়ে চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শান্তি ও সৌহার্দ্যরে সঙ্গে এ বিরোধ সমাধানের জন্য নয়াদিল্লী ও ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। কেরি বৃহস্পতিবার রাতে পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং আইডব্লিউডি বাস্তবায়ন নিয়ে বিরোধ ও বিশ্ব ব্যাংকের ভূমিকা নিয়ে আলোচনা করেছে। বিশ্ব ব্যাংকের উদ্যোগে ১৯৬০ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। টেলিফোনে কেরির কথা বলার পর পাকিস্তানস্থ মার্কিন রাষ্ট্রদূত ডেভিড হেইল ব্লকে অর্থ মন্ত্রণালয়ে দারের সঙ্গে সাক্ষাত করেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, তার এ তাৎক্ষণিক সাক্ষাতে পানি সমস্যার গুরুত্ব স্পষ্টত প্রকাশ পেয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এ সমস্যার কারণে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হয়ে উঠতে পারে। কেরির উদ্ধৃতি দিয়ে অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এ সমস্যার সৌহার্দ্যপূর্ণ সমাধান দেখতে চায়। কেরি দারকে বলেন যে, আইডব্লিউটি নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অভিযোগের বিষয়ে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট তাকে অবহিত করেছেন। -এক্সপ্রেস ট্রিবিউন অনলাইনের। বাগদাদে জোড়া বোমা হামলায় নিহত ২৫ ইরাকের রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। শনিবার বাগদাদের কেন্দ্রীয় অঞ্চলে একটি ব্যস্ত মার্কেটে এ জোড়া বোমা হামলা চালানো হয়। খবর বিবিসির। আল-সিনাক মার্কেটে গাড়ির খুচরা যন্ত্রাংশ বিক্রির দোকানগুলোর সামনে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কোন গোষ্ঠী এখনও পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ইরাকের রাজধানীতে মূলত জনসমাগম স্থলগুলোতে ধারাবাহিকভাবে জঙ্গী হামলার ঘটনা ঘটছে। কর্মকর্তারা জানিয়েছেন, জোড়া বোমার একটি ছিল আত্মঘাতী হামলা। অপরটি ছিল পুঁতে রাখা বোমার বিস্ফোরণ। সা¤প্রতিক সময়ে বাগদাদে যেসব হামলা হয়েছে, তার অধিকাংশের দায় স্বীকার করেছে জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরাকী বাহিনীর অভিযানে বর্তমানে কোণঠাসা অবস্থায় রয়েছে আইএস।
×