ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভারতে তৃতীয় লিঙ্গের প্রথম অধ্যক্ষের পদত্যাগ

প্রকাশিত: ০৫:৩৬, ১ জানুয়ারি ২০১৭

ভারতে তৃতীয় লিঙ্গের প্রথম অধ্যক্ষের পদত্যাগ

ভারতে প্রথম একজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের অধ্যক্ষের দায়িত্ব পালনকারী মানবী বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করেছেন। গত বছরের মাঝামাঝি সময় থেকে তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর উইমেন্স কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। এ পদত্যাগকে ‘হেরে যাওয়া’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর বিবিসির। নিজের লৈঙ্গিক পরিচয় নিয়ে বিরামহীন হয়রানির কারণে ১৮ মাস দায়িত্ব পালনের পর চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে তিনি জানান। আক্রমণের অভিযোগ তুলে কলেজটির দুই অধ্যাপকের বিরুদ্ধে তিনি মামলাও করেছেন। অবশ্য তার চাকরি ছাড়া নিয়ে বিপরীতমুখী কথাও শোনা গেছে। লিপ সেকেন্ড! গ্রীনিজ মান মন্দিরের ঘড়িতে ৩১ ডিসেম্বর রাত ২৩টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড বাজার সময় এক সেকেন্ড যোগ করা হবে। কো-অর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম (ইউটিসি) হিসেবে এই লিপ সেকেন্ড যোগ করা হবে। পৃথিবীর অহ্নিক গতির জন্য এই অতিরিক্ত সময় যোগ করে সময়ের ঘাটতি পুষিয়ে দেয়া হবে। -জি নিউজ কান্নার শহর! ইসরাইলের জেরুজালেম শহরে এমন এক দেয়াল আছে যেখানে ইহুদীরা কাঁদতে আসে। শহরটিতে ওয়েলিং ওয়াল বা বিলাপ প্রাচীর বলে একটি প্রাচীর আছে। ইহুদীদের বিশ্বাস সেখানে যিশুকে সমাহিত করা হয়েছিল। তাই তারা প্রাচীর আঁকড়ে নিজেদের সুখ-দুঃখ উজাড় করে দেন। দেয়ালের পাথরগুলো দুই হাজার বছরের পুরনো। প্রতিদিন শত শত লোক বিলাপ প্রাচীর ছুঁয়ে কান্না করেন। জনশ্রুতি আছে বিশ্বের প্রথম চার্চ সেখানেই ছিল। এটি রোমানরা গুড়িয়ে দেয়। -জি নিউজ
×