ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাজারে চাঁদা নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ০৬:০৯, ৩০ ডিসেম্বর ২০১৬

মাজারে চাঁদা নিয়ে সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৯ ডিসেম্বর ॥ শেরপুরে মাজারে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আক্রমণে আব্দুল মোতালেব (৫০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে ওয়াসিম। বুধবার রাতে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়ার মাজারের সামনে ওই ঘটনা ঘটে। বৃহস্পতিবার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মোতালেবের লাশ হস্তান্তর করা হয়। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এলাকাবাসী ও নিহত মোতালেবের মেয়ের জামাই রবিউল জানান, গত কয়েকদিন যাবত ওই মাজারে ওরস চলছিল। ওরস উপলক্ষে মোতালেব বিভিন্নজনের কাছ থেকে চাঁদা আদায় করে। এ নিয়ে বুধবার রাতে বাধা প্রদান করে স্থানীয় সালাম ও তার সঙ্গীরা। এতে মোতালেব ও সালামের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। ওই সময় সালাম সমর্থকদের হামলায় মোতালেব ও তার ছেলে ওয়াসিম আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন।
×