ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দো-বাংলা অটোমোটিভ শো ফেব্রুয়ারিতে

প্রকাশিত: ০৫:৫৯, ৩০ ডিসেম্বর ২০১৬

ইন্দো-বাংলা অটোমোটিভ শো ফেব্রুয়ারিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো ভারত ও বাংলাদেশের অটোমোবাইল ও উপকরণ নিয়ে আগামী ২ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হতে যাচ্ছে ইন্দো-বাংলা অটোমোটিভ শো-২০১৭। ২ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে ৪ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। প্রদর্শনীটি আয়োজন করতে যাচ্ছে সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (এসআইএএম)। প্রদর্শনীতে অটোমোবাইল ও অটোমোটিভ কোম্পানিগুলোর সঙ্গে আরও অনেক সরকারী সংস্থা, ডিলার ও সার্ভিস এজেন্ট। প্রদর্শনী ছাড়াও এখানে বেশকিছু কর্মশালা ও সেমিনার আয়োজন করা হয়েছে। যেখানে ভারতীয় শিল্প ও সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিরা সেকেন্ড হ্যান্ড গাড়ি সংক্রান্ত একটি নির্দিষ্ট নিয়মনীতি এবং অটো পলিসি তৈরি করতে তাদের অভিজ্ঞতা ও মতামত দিয়ে গাড়ি নির্মাতা সংস্থাগুলোকে সাহায্য করবেন। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই প্রদর্শনী সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
×