ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন উৎপাদনে যাচ্ছে সিভিও পেট্রোকেমিক্যাল

প্রকাশিত: ০৫:৫২, ২৮ ডিসেম্বর ২০১৬

নতুন উৎপাদনে যাচ্ছে সিভিও পেট্রোকেমিক্যাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড শীঘ্রই নতুন করে উৎপাদনে যাচ্ছে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান উপদেষ্টা মঈনউদ্দীন খান বাদল। মঙ্গলবার কোম্পানির ৩১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা জানান। কোম্পানির চট্টগ্রামের পাঁচলাইশ অফিসে এ এজিএম হয়। জুলাই মাসের ১৭ তারিখ থেকে মৌখিক আদেশে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) উপজাত (কনডেনসেট) সরবরাহ বন্ধ করে দেয়, যার ফলে সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন বন্ধ হয়ে যায়। মঈনউদ্দীন খান বাদল বলেন, মৌখিকভাবে কোন পাবলিক লিমিটেড কোম্পানি বন্ধ করা যায় না। তাই বিপিসির বিরুদ্ধে মামলা করে পেট্রোকেমিক্যাল। রায় পেট্রোকেমিক্যালের পক্ষে রয়েছে। এখন বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরে অনুমোদনের জন্য রয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার আইন ভঙ্গ করেছে এলআর গ্লোবাল পুঁজিবাজারে তালিকাভুক্ত এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ওয়ান আইন লঙ্ঘন করেছে। ফান্ডটি ইউনিকম ইন্ডাস্ট্রিজ কোম্পানির পরিশোধিত মূলধনের ২০.৬৭ শতাংশ বিনিয়োগ করেছে; যা মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিপন্থী। ফান্ডটির সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক প্রতিষ্ঠান। ডিএসইর তথ্য অনুযায়ী, ফান্ডটি ইউনিকম ইন্ডাস্ট্রিজে ৬ কোটি ৮২ লাখ টাকা বিনিয়োগ করেছে; যা ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ২০.৬৭ শতাংশ। এতে ফান্ডটি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা-২০০১ লঙ্ঘন করেছে। আইন অনুয়ায়ী কোন ফান্ড একটি বিশেষ কোম্পানির পরিশোধিত মূলধনের ১৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে পারে না। -অর্থনৈতিক রিপোর্টার
×