ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউনেস্কো ডিজি পদে কাতারকে সমর্থন দেবে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ ডিসেম্বর ২০১৬

ইউনেস্কো ডিজি পদে কাতারকে সমর্থন দেবে বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক পদে কাতার আমিরি দিওয়ানের উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল কোয়ারিকে সমর্থন দেবে বাংলাদেশ। ২০১৭ সালের অক্টোবরে প্যারিসে ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচন হবে। কাতারের আমিরি দিওয়ানের উপদেষ্টা হামাদ বিন আবদুল আজিজ আল কোয়ারি মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, হামাদ বিন আবদুল আজিজ আল কোয়ারি ইউনেস্কোর মহাপরিচালক পদে বাংলাদেশের সমর্থন চেয়েছেন। হামাদ বিন আবদুল আজিজ প্রধানমন্ত্রীকে জানান, নিজের প্রার্থিতা ঘোষণা করার পর বাংলাদেশেই তিনি প্রথম সফরে এসেছেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, তিনি বাংলাদেশের সমর্থন পাবেন। ড. হামাদ বিন আবদুল আজিজ আল কোয়ারি ইউনেস্কোর মহাপরিচালক পদে প্রার্থী হওয়ায় সন্তোষও প্রকাশ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ইউনেস্কোর মহাপরিচালক পদে এই প্রথম মধ্যপ্রাচ্য থেকে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে হামাদ বিন আবদুল আজিজ আল কোয়ারি বলেন, মুসলিম বিশ্বে শেখ হাসিনা অনুসরণীয়। প্রতিবন্ধী ও অটিস্টিকদের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এ সময় মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এবং বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল-দেহাইমি উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কাতার আমিরি দিওয়ানের উপদেষ্টা হামাদ বিন আবদুল আজিজ আল কোয়ারির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাদ বিন আবদুল আজিজ আগামী দিনে কাতার ও বাংলাদেশের মধ্যে আরও গভীর সম্পর্ক গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহায়তা বাড়ানোর বিষয়ে তারা আলোচনা করেন। সূত্র জানায়, ইউনেস্কো মহাপরিচালক পদে নির্বাচনে বাংলাদেশের সমর্থন চেয়ে আসছে কাতার। চলতি বছরের মার্চ মাসে কাতার আমিরের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল কোয়ারি ইউনেস্কোর পরবর্তী মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। সে সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের সঙ্গে এক বৈঠকে ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কোয়ারি এ বিষয়ে সমর্থন চান। তখনই কাতারের আমিরের এই উপদেষ্টা বাংলাদেশে আসবেন এবং সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন বলে জানিয়েছিলেন। সে ঘোষণা অনুযায়ী তিনি সোমবার ঢাকায় এসেছেন। ইউনেস্কোর মহাপরিচালক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য কাতার সরকার ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কোয়ারিকে মনোনীত করেছে। এ নির্বাচনের প্রচারকাজে এবং সমর্থন আদায়ের জন্য তিনি ইউরোপ, আফ্রিকাসহ বিভিন্ন দেশ সফর করেছেন। এখন সফর করছেন এশিয়া। তিনি এ কাজে সর্বপ্রথম বাংলাদেশকেই বেছে নেন। এদিকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে কাতারের আমিরি দিওয়ানের উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল কোয়ারির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা দুই দেশের মধ্যে সংস্কৃতি বিনিময় কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা করেন।
×