ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার পুলিশ পাহারায় রাবির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ ডিসেম্বর ২০১৬

এবার পুলিশ পাহারায় রাবির নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

রাবি সংবাদদাতা ॥ কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুলিশ প্রহরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এবার অনুষ্ঠিত হলো শেখ রাসেল মডেল স্কুলের শিক্ষক ও কর্মচারী নিয়োগ পরীক্ষা। রবিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এর আগে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দুই দফায় কর্মচারী নিয়োগ পরীক্ষা বন্ধ করে দেয়ায় এদিন পরীক্ষার্থীর উপস্থিতি ছিল মাত্র ৬৩ শতাংশ। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দিন বলেন, রবিবার নিয়োগ পরীক্ষা কোন ঝামেলা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। তিন ক্যাটাগরিতে ১৩ পদের বিপরীতে পরীক্ষায় আবেদন করেছিলেন ৫২০ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩২৯ জন। পরীক্ষায় নিয়োগ প্রার্থীদের কম উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুটি নিয়োগ পরীক্ষা নিয়ে অস্থিরতার কারণে অনেক পরীক্ষার্থী হয়ত ভেবেছিলেন পরীক্ষা হবে না। নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহবুব আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছিল। কেন্দ্রে কোন বিশৃঙ্খলা ঘটেনি। এর আগে গত ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের আয়া ও মালি নিয়োগের মৌখিক পরীক্ষা বন্ধ করে দেয় নগরীর মতিহার থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত শুক্রবার তিনটি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের নির্ধারিত লিখিত পরীক্ষা বন্ধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
×