ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়া হানাদারমুক্ত দিবসে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৪:১৩, ২৫ ডিসেম্বর ২০১৬

বগুড়া হানাদারমুক্ত দিবসে আলোচনা  ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ায় হানাদারমুক্ত ও আত্মসমর্পণ দিবস উপলক্ষে সম্প্রতি আলোচনা সভা শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজনে বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটারের সহযোগিতায় শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সভাপতি ম-লীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট বজলুর রশিদ রাজা। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, সদস্য আবদুল হান্নান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, অর্থ সম্পাদক জাহিদুর রহমান মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জিয়াউল হক বাবলা, বগুড়া থিয়েটারের সভাপতি ম-লীর সদস্য এ্যাডভোকেট পলাশ খন্দকার, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ থিয়েটারের দফতর সম্পাদক সিরাজুল ইসলাম। এর আগে বিকাল ৩ টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক, খ, গ এবং ঘ চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ক বিভাগে প্লে থেকে প্রথম শ্রেণী পর্যন্ত ইচ্ছেমতো, খ বিভাগে দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী স্বাধীনতা, গ বিভাগে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী যুদ্ধ এবং ৮ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত স্বাধীনতার মিছিল বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
×