ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৩, ২০ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

নরসিংদীতে অপহৃত শিশু ভৈরবে উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৯ ডিসেম্বর ॥ রবিবার রাত সাড়ে ১১টায় ভৈরবের কালিকা প্রসাদ এলাকা হতে নরসিংদীর বেলাবো থেকে অপহৃত পঞ্চম শ্রেণীর ছাত্র ইমরান হোসেনকে (শিখন) উদ্ধার করেছে র‌্যাব- ১৪। এ সময় অপহরণকারী ভৈরবের কুমিরমারা গ্রামের মিষ্টু মিয়াকে আটক করে র‌্যাব। এ বিষয়ে ইমরানের মা জোসনা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে ভৈরব সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, শনিবার সন্ধ্যা পাঁচটার দিকে মাজার দেখানোর কথা বলে নরসিংদীর বেলাবো উপজেলার চর আমলাবর গ্রামের মৃত মনির মিয়ার স্কুল পড়ুয়া ছেলেকে অপহরণ করে তিন অপহরণকারী। পরে তারা মোবাইল ফোনে ইমরানের মায়ের কাছে বিশ হাজার টাকা দাবি করে, টাকা না দিলে ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় তারা। ঘটনাটি ভৈরব র‌্যাব ক্যাম্পে ইমরানের মা অবহিত করেন। র‌্যাব মোবাইল ট্যাক্সিং করে এবং ইমরানের মাকে ফাঁদ হিসেবে ব্যবহার করে মিষ্টু মিয়াকে টাকা লেনদেনের সময় আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেয়া কথ্য মতে ইমরানকে উদ্ধার করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই অপহরণকারী পালিয়ে যায়। প্রতিমা ভাংচুর স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুর উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের অধ্যক্ষ সুবোধ গোস্বামীর বাড়ির আঙ্গিনায় রবিবার রাতে মন্দিরের কালী প্রতিমার মু-মালা ও সিতলা প্রতিমা ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে মন্দিরে পূজা দিতে গেলে প্রতিমা ভাংচুরের খবর জানাজানি হয়। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন ঘটনা স্থলে ছুটে আসে। স্থানীয়রা জানায়, এর আগে গত ৪ ডিসেম্বর মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামে ২টি মন্দিরের তালা ভেঙ্গে প্রতিমা ভাংচুর ও পূজার উপকরণ লুট করা হয়। রবিবার রাতের এই ঘটনায় অধ্যক্ষ সুবোধ গোস্বামী জানান, পূজা শেষে সবাই চলে যায়। পরে রাতে দুর্বৃত্তরা গ্রিল দেয়া কালী মন্দিরে বড় একটি বাঁশ ঢুকিয়ে কালী প্রতিমার মু-মালা ভেঙ্গে ফেলে। এরপর পাশের মন্দিরে রক্ষিত সিতলা প্রতিমা তুলে নিয়ে মন্দিরের পেছনে ভেঙ্গে ফেলে পালিয়ে যায়। পীরগঞ্জে চিকিৎসক সঙ্কট সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১৯ ডিসেম্বর ॥ চিকিৎসকের অভাবে দিন দিন রোগীদের ভোগান্তি বাড়ছে। ৫০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ হাসপাতালে চার চিকিৎসকের পক্ষে রোগীদের প্রকৃত সেবা দেয়া সম্ভব হচ্ছে না। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিদিন চার শতাধিক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা না পেয়ে অনেক রোগীরাই হাসপাতাল থেকে ফেরৎ যাচ্ছে। এছাড়া শিশু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় শিশু রোগী সঠিক চিকিৎসা পাচ্ছে না। হাসপাতালের অবকাঠামোর যথেষ্ট উন্নয়ন হলেও মানব সেবার উন্নয়ন হয়নি। কোন রোগী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলে নামমাত্র চিকিৎসা দিয়ে তাদের দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়ে থাকে। বাল্যবিয়ে ॥ বরের কারাদন্ড নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৯ ডিসেম্বর ॥ ভালুকায় বাল্য বিবাহের দায়ে বরকে সাত দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার মল্লিকবাড়ী গ্রামে বাল্যবিয়ের ঘটনায় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল আহসান তালুকদার কারাদ-ের এ আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার শিংলাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে ইকরামুল ইসলামের (২২) সঙ্গে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী গ্রামের কামাল হোসেনের নাবালিকা মেয়ে মিলি আক্তারের (১৬) ১৫ দিন আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর বর তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসলে, পুলিশ তাদের গ্রেফতার করে ভালুকায় নিয়ে আসেন। বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল, ইউপিডিএফ ও জেএসএসসহ পাহাড়ী সংগঠনগুলোর অব্যাহত চাঁদাবাজি গুম খুন হত্যা ও অপহরণ বন্ধের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙালী ছাত্রপরিষদ। সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপির কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়। সোমবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধন উত্তর সমাবেশে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের জেলা সভাপতি মাইনউদ্দীন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালীদের ওপর ইউনাটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্ত্রাসীদের নিপীড়ন, নির্যাতন, চাঁদাবাজি, গুম, খুন, হত্যা ও অপহরণ বন্ধ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ দান নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ ডিসেম্বর ॥ বিশ্ব খাদ্য কর্মসূচীর অর্থায়নে গণ উন্নয়ন কেন্দ্র ফুলছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ২য় পর্যায়ে নগদ অর্থ প্রদান কর্মসূচী শুরু করেছে। সোমবার সুপ্রীমকোর্টের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার পুরাতন ফুলছড়ি উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি থেকে ২য় পর্যায়ে অর্থ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন- ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয়, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম রিশাত, মমতা বেগম, আব্দুল গফুর ম-ল প্রমুখ। পাকশীতে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সোমবার দিনব্যাপী পাকশী পেপারমিল রেস্ট হাউজ চত্বরে ঈশ্বরদী মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মাহফুজুল ইসলাম রন্জুর নেতৃত্বে। বক্তব্য দেন মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার কাজী সদরুল হক সুধা, সাবেক এমপি মকবুল হোসেন সন্টু, আ. শ. ম. আব্দুর রহিম পাকন, রফিকুল ইসলাম, আমিনুর রহমান দাদু, মোস্তাফিজুর রহমান সেলিম, গোলাম মোস্তফা বাচ্চু, শামসুল আনোয়ার মুকুল, ফজলুর রহমান বুদু, আমিনুল হক আন্নিসহ ১০ মুক্তিযোদ্ধা। সড়ক বেহাল ॥ প্রতিবাদে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ ডিসেম্বর ॥ অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি উত্তোলন বন্ধের দাবি ও আসামপাড়া-বাল্লা রেল লাইন সড়কের বেহাল অবস্থা সৃষ্টির প্রতিবাদে সোমবার দুপুরে হবিগঞ্জের উপজেলা চুনারুঘাটের সীমান্তবর্তী এলাকার নাতাবাদ ও কালিশিরী এলাকার বিক্ষোভ প্রদর্শন, সড়ক অবরোধসহ সমাবেশ করা হয়েছে। সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা গেছে, সংশ্লিষ্ট এলাকার জমিগুলো থেকে মাটি বিক্রি করে এক শ্রেণীর ভূমি মালিক। চট্টগ্রামে ব্র্যাক ব্যাংকে অগ্নিকা- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর কোতোয়ালি থানার আছাদগঞ্জ এলাকায় ব্র্যাক ব্যাংকের শাখায় অগ্নিকা-ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। রবিবার রাত সোয়া ১২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে ব্র্যাক ব্যাংক খাতুনগঞ্জ শাখায় একটি কক্ষে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে চারটি গাড়ি দ্রুত অকুস্থলে ছুটে যায়। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আগুনে ব্যাংক শাখার কম্পিউটার, আসবাবপত্র, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক সামগ্রী পুড়ে যায়। খুলনায় নকল নবিসদের কলম বিরতি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সাব-রেজিস্ট্র অফিসের নকল নবিসদের লাগাতার কলম বিরতির কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। দূর-দূরান্ত থেকে আসা মানুষদের জমির নকল পাওয়ার জন্য প্রতিদিন ঘুরতে হচ্ছে। এ অবস্থা নিরসনের দাবিতে সোমবার স্থানীয় দলিল লেখকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা সাব রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দিয়েছে। খুলনা সদর দলিল লেখক সমিতির সভাপতি শেখ আবু তালেব সভাপতিত্ব করেন। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ ডিসেম্বর ॥ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আল নকীব চৌধুরীকে অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা পাবনা মহাসড়কের অবস্থান নিয়ে এ মানববন্ধন করেন তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য আনোয়ারুল ইসলাম, প্রক্টর আওয়াল কবীর জয় প্রমুখ। বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান।
×