ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতির আখড়া গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রি অফিস

প্রকাশিত: ০৪:০৮, ২০ ডিসেম্বর ২০১৬

দুর্নীতির আখড়া গাইবান্ধা সদর সাব রেজিস্ট্রি অফিস

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৯ ডিসেম্বর ॥ সদর সাব-রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। জমি ক্রেতা-বিক্রেতারা এ অফিসে মুষ্টিমেয় দুর্নীতিবাজ দলিল লেখক ও কর্মচারীর দুর্নীতির কারণে চরম হয়রানির শিকার হচ্ছে। দীর্ঘদিন থেকে এ দুটি অফিসে ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকলেও দেখার কেউ নেই। অভিযোগে জানা যায়, গাইবান্ধা দলিল লেখক সমিতির নাম ভাঙ্গিয়ে সরকারী নিয়ম ও নির্ধারিত ফি ছাড়াও সেরেস্তা, লেট ফি, কমিশন ফি, খাজনা খারিজে অস্পষ্টতার অজুহাত এবং অফিস খরচের নামে দলিলপ্রতি সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। চাহিদামতো অর্থ পরিশোধ না হলে দলিল সম্পাদন হয় না। প্রতিদিন দলিল রেজিস্ট্রি করার সরকারী বিধান থাকলেও এখানে সে নিয়মের কোন তোয়াক্কাই করা হচ্ছে না। প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ তিন দিন জমি রেজিস্ট্রি করা হয়। অথচ এখানে প্রতি কার্যদিবসে আড়াই শ’ থেকে তিন শ’ দলিল রেজিস্ট্রির জন্য জমা হচ্ছে। সঠিক সময়ে দলিল জমা করলেও অজ্ঞাত কারণে এসব লেট ফি নিয়ে দলিল রেজিস্ট্রি করা হয়। আর লেট ফি হিসাবে দলিলপ্রতি অতিরিক্ত দিতে হচ্ছে তিন শ’ থেকে পাঁচ শ’ টাকা। অভিযোগ রয়েছে, গ্রামগঞ্জ থেকে আসা জমির ক্রেতা-বিক্রেতাকে জমির পরিমাণ কম অথবা বেশি করে দলিল রেজিস্ট্রি করে দেয়া, জাল দলিল সম্পাদন করা, কবলা দলিলকে হেবা মূলে পরিণত করা, ভলিউম বইয়ের পাতা পাল্টানো, জাল খরিজ-পর্চা ও ডিসিআর তৈরি করা, দাতা-গ্রহীতার ছবি পরিবর্তন করাসহ মোটা অঙ্কের টাকার বিনিময়ে সম্পন্ন করছে সংঘবদ্ধ দুর্নীতিবাজ চক্র। এছাড়াও সমিতির নামে বেআইনীভাবে রেজিস্ট্রি অফিসের কক্ষ দখল করে রাখার অভিযোগ রয়েছে। সংঘর্ষে আহত সাত নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৯ ডিসেম্বর ॥ সদর উপজেলার বিলআকছি গ্রামে রবিবার রাতে পূর্ব বিরোধের জের ধরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ইব্রাহিম ও আলফু নামে ২জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । সংঘর্ষ চলাকালে ১০টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে । স্কুলছাত্রকে কুপিয়ে জখম ॥ ৯ জনের বিরুদ্ধে মামলা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ ডিসেম্বর ॥ শিক্ষার্থী মাসরুর রহমান অর্ণবকে (১৩) কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় সোমবার কলাপাড়া থানায় নয় জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করা হয়েছে। অর্ণবের বাবা আনিছুর রহমান এ মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সকালে মোজাহারউদ্দিন বিশ^াস কলেজ মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে যাওয়ার সময় কলেজের পেছনের সড়কে আটকে আসামি আরিফের নেতৃত্বে তার সহযোগী সশস্ত্র সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে অর্ণবকে কুপিয়ে গুরুতর জখম করে। চাইনিজ কুড়াল, বগি দা, রাম দার আঘাতে অর্ণবকে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে অর্ণব। কলেজ জাতীয়করণ দাবিতে ডিসি অফিস অবরোধ স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটে কলেজ জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসক কার্যালয় দুই ঘণ্টা অবরোধ অবস্থান কর্মসূচী পালন করেছে ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রী কলেজের ছাত্র-শিক্ষকরা। এ সময় তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। সোমবর আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় অবরোধ করে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
×