ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস ক্রিকেট

প্রকাশিত: ০৬:০৩, ১৬ ডিসেম্বর ২০১৬

বিজয় দিবস ক্রিকেট

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিবারের মতো এবারও মুক্তিযুদ্ধে শহীদ হওয়া আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও মুস্তাক আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট আয়োজিত হবে আজ। জুয়েল একাদশের নেতৃত্বে থাকবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আর মুস্তাক একাদশের নেতৃত্বে থাকবেন সাবেক অধিনায়ক আকরাম খান। সাবেক ক্রিকেটাররা এ প্রদর্শনী ম্যাচটি খেলবে। ২০ ওভারের প্রদর্শনী ম্যাচটি বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করবে এ ম্যাচটি। শহীদ আব্দুল হালিম চৌধুরী জুয়েল ও শহীদ মুস্তাক আহমেদের প্রতি সম্মান জানাতে ১৯৭২ সাল থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে এই বিজয় দিবস প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন আজাদ বয়েজ ক্লাবের ক্রিকেটার জুয়েল। আর একই ক্লাবের কর্মকর্তা ছিলেন মুস্তাক। দেশ স্বাধীন হওয়ার একদিন আগে পাকিস্তানী হানাদার বাহিনী জুয়েলকে নির্মমভাবে হত্যা করে। আর ২৫ মার্চের কালরাতে শহীদ হয়েছিলেন মুস্তাক। শহীদ জুয়েল একাদশ ॥ শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হাসানুজ্জামান, নিয়ামুর রশিদ রাহুল, ফারুক আহমেদ, এনামুল হক মনি, খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক), মোহাম্মদ আলী, মোর্শেদ আলী খান সুমন, সাইফুদ্দীন আহমেদ বাবু, তালহা জুবায়ের, আনিসুর রহমান। টিম ম্যানেজার ॥ আতাহার আলী খান। কোচ ॥ দিপু রায় চৌধুরী। শহীদ মুস্তাক একাদশ ॥ হুরুনুর রশিদ লিটন, হান্নান সরকার, হাবিবুল বাশার, আকরাম খান (অধিনায়ক), মিনহাজুল আবেদীন নান্নু, নাঈমুর রহমান দুর্জয় এমপি, খালেদ মাহমুদ সুজন, জামাল উদ্দীন বাবু, আলমগীর কবির, সাইফুল ইসলাম, মোহাম্মদ রফিক, সাজ্জাদ আহমেদ শিপন, সাইফুল্লাহ খান জেম, হাসিবুল হোসেন শান্ত। টিম ম্যানেজার ॥ জাহিদ রাজ্জাক মাসুম। কোচ ॥ ওয়াহিদুল গনি। বাংলাদেশের ৪ শাটলার শেষ চারে নেপাল ওপেন ব্যাডমিন্টন স্পোর্টস রিপোর্টার ॥ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন চ্যালেঞ্জের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের চার শাটলার। মহিলা দ্বৈতে এলিনা ও শাপলা, মিশ্র দ্বৈতে এলিনা ও সালমান এবং এনাম ও শাপলা জুটি শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছেন। বৃহস্পতিবার কাঠমান্ডুতে অনুষ্ঠিত মহিলা দ্বৈতের কোয়ার্টার ফাইনালে এলিনা সুলতানা ও শাপলা আক্তার ২১-৭, ২১-১৩ পয়েন্টে হারান নেপালের জুটিকে। মিশ্র দ্বৈতে এলিনা ও সালমান জুটি ২১-১২, ২১-১৪ পয়েন্টে হারান স্বাগতিক দেশের জুটিকে। মিশ্র দ্বৈতের আরেক জুটি এনাম ও শাপলা ২১-১৭, ১৩-২১, ২১-১৯ পয়েন্টে হারান ভারতীয় জুটিকে। শুক্রবার সেমিফাইনালে বাংলাদেশের তিন জুটির প্রতিপক্ষই ভারত। এদিকে কোয়ার্টার ফাইনালে পুরুষ এককে বাংলাদেশের সালমান হারেন ভিয়েতনামী প্রতিপক্ষের কাছে। এছাড়া পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালে তুষার ও সালমান জুটিও হারেন ভারতীয় জুটির কাছে। সেমিতে খেলার লক্ষ্য স্বাগতিক বাংলাদেশের হকি ওয়ার্ল্ড লীগ রাউন্ড-২ স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে হকি ওয়ার্ল্ড লীগ রাউন্ড-২। এই আসরের সেমিফাইনালে খেলতে চায় স্বাগতিক বাংলাদেশ। বৃহস্পতিবার এ উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি দলের জার্মান কোচ অলিভার কার্টজ, ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক, সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর। কার্টজ উপস্থাপন করেন তার প্রস্তুতির পরিকল্পনা, ‘আমি ইতোমধ্যেই ৩৫-৪০ খেলোয়াড় নিয়ে কাজ শুরু করেছি, জানুয়ারির প্রথম সপ্তাহে দলকে নিয়ে চলে যাব সাভারের বিকেএসপিতে। এজন্য ফেডারেশনের কাছে একজন এ্যাথলেটিক কোচ চেয়েছি, দুই সপ্তাহ সেখানে ফিটনেস প্রোগ্রামের পর শুরু হবে আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি। এখানে আমরা সাত/আটটা ম্যাচ খেলে দল চূড়ান্ত করব।’ এছাড়াও কার্টজ আরও জানান, জানুয়ারির শেষদিক বা ফেব্রুয়ারির মাঝামাঝিতে তার দল যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে দল খেলবে তিনটি প্রস্তুতি ম্যাচ। এরপর ফিরে এসে ইউরোপিয়ান দলের সঙ্গে তিন-চারটি ম্যাচ খেলবে দল। বিবেচনায় আছে রাশিয়া, অস্ট্রিয়া অনুর্ধ-২১ বা পোল্যান্ড। মোটকথা নিজেদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষেই খেলবে বাংলাদেশ। সবশেষে কার্টজ জানান, বাংলাদেশ যদি হকি ওয়ার্ল্ড লীগের পরের রাউন্ডে যায়, তবে জার্মানিতে ভালমানের লীগে খেলোয়াড়দের খেলার ব্যবস্থা করবেন তিনি। এছাড়া জুনিয়র খেলোয়াড়দের বিদেশে খেলার সুযোগ বৃদ্ধি করারও চেষ্টা করবেন।
×