ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশীসহ ৪৮ অভিবাসীর দণ্ড

প্রকাশিত: ০৮:৪৫, ১৫ ডিসেম্বর ২০১৬

মালয়েশিয়ায় ৮ বাংলাদেশীসহ ৪৮ অভিবাসীর দণ্ড

বিডিনিউজ ॥ মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনের দায়ে আট বাংলাদেশীসহ ৪৮ জন অভিবাসীর সাজা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম স্টার অনলাইন জানিয়েছে। পত্রিকাটি বলছে, অভিবাসন আইনে মোট ৫৩ জন বিদেশীকে অভিযুক্ত করেছে আদালত। এদের মধ্যে এক রোহিঙ্গাসহ মিয়ানমারের ২৮ নাগরিক, ১১ ইন্দোনেশীয়, ভিয়েতনামের দুজন এবং কম্বোডিয়া ও নেপালের একজন করে আছেন। এদের বেশিরভাগই কারখানার শ্রমিক। অভিযুক্তদের মধ্যে ৪৮ জন দোষ স্বীকার করলে আদালত তাদের এক থেকে ছয় মাসের কারাদণ্ড দেয়। তাদের এই দণ্ড নবেম্বরে গ্রেফতারের দিন থেকে কার্যকর হওয়ার কথা। আগামী ২৪ জানুয়ারি বাকি পাঁচজনের বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে। এদের মধ্যে দুজন বাংলাদেশী আছেন। ভ্রমণের বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে গ্রেফতার এই দুই বাংলাদেশী তাদের পক্ষে দোভাষী নিয়োগের সুযোগ চেয়ে আদালতে সময়ের আবেদন করেন।
×