ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করেই গ্রহণযোগ্য ইসি গঠন করবেন ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ ডিসেম্বর ২০১৬

রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করেই গ্রহণযোগ্য ইসি গঠন করবেন ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপিকে সংলাপের জন্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আমন্ত্রণকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, রাষ্ট্রপতি তাঁর সাংবিধানিক ক্ষমতাবলে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত যে কোন বিষয়ে যে কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতে পারেন। আমরা আশা করি, রাষ্ট্রপতি সবার সঙ্গে আলোচনা করেই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন। এজন্য কারোর কোন মায়াকান্না করতে হবে না। অহেতুক বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা জনগণ কোনমতেই মেনে নেবে না। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চতুর্থবারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে শ্রম ও জনশক্তি সম্পাদক হিসেবে হাবিবুর রহমান সিরাজ মনোনীত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, সংবর্ধিত শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব মোল্লা প্রমুখ। ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, অধিকার অর্জনের জন্য আন্দোলন করছে’ মর্মে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে হানিফ পাল্টা প্রশ্ন রেখে বলেন, ২০০১-০৬ পর্যন্ত যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন জনগণের কোন অধিকারটুকু আপনারা দিয়েছিলেন? আপনারা দেশকে কি উপহার দিয়েছিলেন? আপনাদের অর্জন ছিল ৫ বছর দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করা। সরকারের মধ্যে হাওয়া ভবন সৃষ্টি করে কমিশন এবং দুর্নীতিতে দেশকে কয়েকবার বিশ্ব তকমা এনে দেয়া। এগুলোই ছিল আপনাদের অর্জন। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসেনি। কারণ তারা বুঝতে পেরেছিল জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই। এ কারণেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল। আজকে বিএনপির মুখে ভোটাধিকারের কথা শুনি। বাস্তবে জনগণের ভোটাধিকার যদি কেউ হরণ করে থাকে তাহলে সেটা খালেদা জিয়ার দল বিএনপি করেছে। আমাদের বিশ্বাস দেশের জনগণ শেখ হাসিনার পাশেই রয়েছে। আগামী যে কোন নির্বাচনেও জনগণ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে দেশে সময়মতো জাতীয় নির্বাচন হবে। ইচ্ছা করলে বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করতেও পারে, আবার ইচ্ছা করলে নাও পারে। আগামী জাতীয় নির্বাচনকে ঠেকিয়ে রাখার কোন অধিকার কারও নেই। বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপিকে যেমন মাশুল দিতে হচ্ছে আর আগামী নির্বাচনে অংশগ্রহণ না করলে তার চেয়েও চড়া মূল্য দিতে হবে।
×