ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

প্রকাশিত: ২৩:৪৭, ১০ ডিসেম্বর ২০১৬

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারী সীমান্তে ভারতের নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের জোয়ানদের ছোড়া গুলিতে বাংলাদেশের যুবক আবু বক্কর (৩৬) গুরুতর আহত হয়েছে। আহত আবু বক্করকে স্বজনরা চিকিৎসার জন্য রংপুরে পাঠিয়েছে। বিজিবি বালারহাট ক্যাম্পের হাবিলদার হুমায়ূন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডান পায়ের উরুতে সে গুলিবিদ্ধ হয়। আহত আবু বক্কর নাওডাঙ্গা ইউনিয়নের গোড়ক মন্ডল গ্রামের আলী বকরের পুত্র। শনিবার সকাল ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩১ এর ১ এস এর নিকট গরু চড়াতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য হরে গুলি ছোড়ে। নো-ম্যান্স এলাকায় গুলিবিদ্ধ আবু বক্কর সজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকে। বিএসএফ মৃত ভেবে চলে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গোপনে রংপুরে পাঠিয়ে দেয়। তিনি আরো জানান, এ ঘটনা জানার পর বিজিবি’র পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফ পক্ষকে পত্র দেয়া হয়।
×