ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগ নেতাসহ দুই ছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০৬:০৮, ৯ ডিসেম্বর ২০১৬

পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগ নেতাসহ দুই ছাত্র নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৮ ডিসেম্বর ॥ পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ দুই ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। এমবিবিএস চতুর্থ বর্ষের দুই ছাত্র নিখোঁজের ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এবং পরিবারের পক্ষ থেকে পাবনা ও রংপুরের কাউনিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তারা আসলেই নিখোঁজ নাকি কোন জঙ্গী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেছে- সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে পাবনা সদর থানা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে জঙ্গী সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। নিখোঁজ ছাত্ররা হলো- রংপুরের কাউনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ সুরুজ্জামানের ছেলে জাকির হোসেন। তিনি পাবনা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে রংপুর নগরীর শালবন মিস্ত্রিপাড়ার নুরুল আলম সরকারের ছেলে তানভীর আহমেদ তনয়। এরা দুইজনই এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্র। এদের মধ্যে ১ ডিসেম্বর সকালে বাড়ি থেকে ট্রেনে করে পাবনা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ফেরার পথে জাকির হোসেন এবং ৩০ নবেম্বর সন্ধ্যায় তানভীর আহমেদ তনয় কলেজ ক্যাম্পাস থেকে নিখোঁজ হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাবনা মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র তানভীর আহম্মেদ তনয় কলেজের ১ নম্বর হোস্টেলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। ৩০ নবেম্বর বিকেল ৪টার দিকে সে হোস্টেল থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে তার মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে। পরদিন তার সহপাঠীরা কলেজ কর্তৃপক্ষকে জানালে কলেজ কর্তৃপক্ষ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন তনয় গ্রামের বাড়িতেও যায়নি। পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গত পহেলা ডিসেম্বর পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ২০। পুলিশ তার অবস্থান জানার চেষ্টা করছে। এদিকে রংপুর জেলার কাউনিয়া থানায় জাকির হোসেনের পরিবারের পক্ষে সাধারণ ডায়েরি করা হয়েছে। পাবনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ রিয়াজুল হক রেজা বলেন, জাকির ও তনয় ক্যাম্পাসে বয়েজ ছাত্রাবাসের পাশাপাশি কক্ষে থাকত। ৩০ নবেম্বর ক্যাম্পাস থেকে তনয় এবং ১ ডিসেম্বর বাড়ি থেকে ক্যাম্পাসে ফেরার পথে জাকির নিখোঁজ হয়। সন্ধান চেয়ে জিডি করা হলেও তাদের সন্ধান মিলছে না। দুই ছাত্র নিখোঁজের বিষয়টি আমাদের সকলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাবনা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ হাসান বলেন, জাকির আমাদের সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ভাল ছেলে। তনয় তার ঘনিষ্ঠ বন্ধু। তাদের নিখোঁজের কারণ বুঝতে পারছি না। এদিকে জাকির ও তনয়ের সহপাঠীরা জানান, দু’জনেই (জাকির-তনয়) নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। তবে তারা জঙ্গীবাদের সঙ্গে জড়িত কিনা, বলতে পারি না। এ বিষয়ে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবীর বলেন, পাবনা মেডিক্যালের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে- এমন তথ্য পুলিশ জানার পর তদন্ত করে দেখছে। তিনি বলেন, তারা আসলেই নিখোঁজ নাকি কোন জঙ্গী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে স্বেচ্ছায় আত্মগোপন করেছে, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। শীঘ্রই নিখোঁজের রহস্য বের হবে বলে তিনি জানান।
×