ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষক সমিতির পূর্ণ কর্তৃত্বে নীল দল

প্রকাশিত: ০৫:৫৭, ৯ ডিসেম্বর ২০১৬

ঢাবি শিক্ষক সমিতির পূর্ণ কর্তৃত্বে নীল দল

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। মোট ১৫ পদের সবকটিতে জিতেছে নীল দল। অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী শক্ষকদের সংগঠন সাদা ও বামপন্থী শিক্ষকদের সংগঠন গোলাপী দলের ভরাডুবি হয়েছে। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ চৌধুরী। এর আগে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ চলে। সভাপতি পদে তিনজন প্রার্থী ছিলেন। এর মধ্যে গত কমিটির সাধারণ সম্পাদক ও নীল দলের প্রার্থী অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম ৩৫৯ ভোট পেয়ে দ্বিতীয় এবং গোলাপী দলের প্রার্থী অধ্যাপক এম এম আকাশ ১৭৩ পেয়ে তৃতীয় হয়েছেন। সহ-সভাপতি হিসেবে ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম ৪৫৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। কোষাধক্ষ্য পদে ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ড. মোঃ আব্দুস ছামাদ। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা দলের প্রার্থী অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান। তিনি পেয়েছেন ৪৬৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. রহমত উল্লাহ। সাদা দলের প্রার্থী অধ্যাপক মোঃ লুৎফর রহমান ৫৮৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ৮৮৪ ভোট পেয়ে অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাদা দলের অধ্যাপক ড. গোলাম রব্বানী। সদস্য পদে নির্বাচিতরা হলেন- অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান (৬৮৫ ভোট), অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী (৭৯৭ ভোট), অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (৯৯৭ ভোট), অধ্যাপক ড. বিমান চন্দ্র বডুয়া (৭৮৪ ভোট), অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ( ৮১৪ ভোট), অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ (৯৫৭ ভোট), অধ্যাপক ড. ইমদাদুল হক (৭৭৬ ভোট), অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভূইয়া (৮৮৩ ভোট), অধ্যাপক ড. মোঃ বায়তুল্লাহ কাদেরী (৭৪৪ ভোট), সহযোগী অধ্যাপক লাফিফা জামাল (৭৯৯ ভোট)। নির্বাচিতরা সবাই নীল দলের প্রার্থী ছিলেন। সদস্য পদে নিকটতম প্রতিদ্বন্দ্বীরা সাদা দলের প্রার্থী ছিলেন। তারা হলেন যথাক্রমে অধ্যাপক ড. ইয়ারুল কবির (৪৩৩ ভোট), অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম (৬১৬ ভোট), অধ্যাপক ড. মামুন আহমেদ (৪৮৩ ভোট), অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান (৪৭৬ ভোট), অধ্যাপক ড. মোঃ আব্দুল করিম (৩৮১ ভোট), অধ্যাপক ড. মোঃ আসলাম হোসেন (৩৪৯ ভোট), অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান (৩০২ ভোট), অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান (৪৫৩ ভোট), অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া (৪০০ ভোট), অধ্যাপক হোসনে আরা বেগম (৩৮৮ ভোট)।
×