ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

আসছে প্রতীক্ষিত দঙ্গল

প্রকাশিত: ০৬:২৪, ৮ ডিসেম্বর ২০১৬

আসছে প্রতীক্ষিত দঙ্গল

আমির খান ২০১৬ সালের শেষ সপ্তাহে নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট জনপ্রিয় তারকা অভিনেতা আমির খানের নতুন সিনেমা ‘দঙ্গল’। যেখানে তাকে ভিন্ন একরূপে দেখা যাবে। ‘দঙ্গল’ ছবিটি নির্মিত হয়েছে আলোড়ন সৃষ্টিকারী ভারতীয় কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের বাস্তব জীবনের বিভিন্ন নাটকীয় ঘটনাবলীকে উপজীবী করে। মহাবীর সিং ফোগাত তার দুই কন্যা গীতা ফোগাত এবং বতিা কুমারীকে নারী কুস্তিগীর হিসেবে গড়ে তুলেছিলেন। কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দুই কন্যাকে সেরা নারী কুস্তিগীর হিসেবে আন্তর্জাতিক কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম নারী কুস্তিগীর হিসেবে স্বর্ণ এবং রৌপ্য পদক জয় করেন। কুস্তিগির মহাবীর ফোগাত এবং তার দুই কন্যার অবিস্মরণীয় সাফল্যের নাটকীয় কাহিনী নিয়ে বায়োপিক স্পোর্টস ড্রামা ফিল্ম ‘দঙ্গল’ নির্মিত হয়েছে। ছবিটি নির্মাণের ঘোষণা আসার পর থেকে বলিউডে দারুন তোলপাড় শুরু হয়। সবার আগ্রহ মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত ‘দঙ্গল’। যার মূল কারণ আমির খান। এ ছবিতে বিখ্যাত কুস্তিগীর মহাবীর সিং ফোগাতের চরিত্রে রূপদান করেছেন হিন্দিু চলচ্চিত্রের মিস্টার পারফেকশনিস্ট তুখোড় অভিনেতা আমির খান। ৫১ বছর বয়সী এই জনপ্রিয় অভিনেতার ক্যারিয়ারে আরেকটি উজ্জ্বল মাইলফলক হিসেবে বিবেচিত হতে চলেছে ‘দঙ্গল’ ছবিটি। ‘কেয়ামত সে কেয়ামত তক’ ‘দিল’, ‘আকেলা হাম আকেলাতুম’ ‘রঙ দে বাসন্তি’, ‘সারফারোশ’, ‘দিল চাহাতা হ্যায়’, ‘ইশক’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘দিল হ্যায় কে মানতা নাহিন, রঙিলা,’র মত বক্স অফিসে তোলপাড় সৃষ্টিকারী সিনেমাগুলো আমির খানকে বলিউডের সবচেয়ে চাহিদাসম্পন্ন অভিনেতারূপে প্রতিষ্ঠিত করেছে, বহু আগেই। এক পর্যায়ে ‘পিপলি লাইভ,; ‘ধোবিঘাট’, ‘মঙ্গল পান্ডে, ফানা লাগান, ‘গজনি’, ‘থ্রি ইডিয়টস,‘ ‘পিকে’, ‘ধুম থ্রি’ ছবিগুলো তাকে আরও উঁচু স্তরে নিয়ে গেছে। প্রতিটি ছবিতে আমির খান নিজেকে ভিন্ন আঙ্গিকের চরিত্রে তুলে ধরেছেন রূপালী পর্দায়। অভিনীত চরিত্রকে যতটা সম্ভব বিশ্বাসযোগ্য করে তুলতে তার সিরিয়াসনেস বলিউডে মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত করে তুলেছে। সেই আমির খান এবার আসছেন একজন কুস্তিগীরের চরিত্রে। গতানুগতিক ধারার বলিউডি সাধারণ রোমাণ্টিক কিংবা অ্যাকশন ছবির ঘরানার বাইরে সম্পূর্ণ ভিন্ন ট্র্যাকের ছবি হিসেবে দর্শকদের জন্য নতুন স্বাদ বয়ে আনবে আমির খানের ‘দঙ্গল’ ছবিটি। মহাবীর সিং একজন প্রাক্তন কুস্তিগীর। শোভা কাউরকে বিয়ে করেন তিনি। তার স্বপ্ন ছিল আন্তর্জাতিক ক্রীড়ার আসরে যোগ দিয়ে কুস্তিতে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করবেন দেশের গৌরব বাড়াবেন। কিন্তু তিনি নিজের স্বপ্ন পূরণ করতে পারেননি। এক পর্যায়ে তিনি নিজের পুত্র সন্তানকে কুস্তিগীর বানাবেন বলে মনস্থির করেন। কিন্তু মহাবীর সিং পুত্র নয় চার কন্যার বাবা হলেন। কন্যাদের মাধ্যমে নিজের অপূর্ণ ইচ্ছাপূরণ সম্ভব নয় ভেবে তিনি অনেকটা দমে যান। কিন্তু একদিন নিজের দুই কন্যা গীতা ও ববিতা দুইটি ছেলেকে কুস্তিতে হারিয়ে দেয়ার পর মহানবীর সিং ফোগাতের উপলব্ধি হয়, মেয়েদের যথার্থভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কুস্তিগীর হিসেবে গড়ে তুলতে পারলে একদিন তারাও দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে। অধ্যুবসায়, নিষ্ঠা, শ্রমের কল্যাণে মহাবীর সিং ফোগাত কন্যা গীতা এবং ববিতা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করেন। কমনওয়েলথ গেমস ২০১০-এ কুস্তি প্রতিযোগিতায় দুই বোন গীতা ও ববিতা যথাক্রমে স্বর্ণপদক ও রৌপ্য পদক জয় করে বিষ্ময় সৃষ্টি করেন। ২০১২ সালে ভারতে ডিজনির ক্রিয়েটিভ টিম পত্রিকায় মহাবীর সিং ফোগাতের নাটকীয় জীবনের কাহিনী পড়ার পর তার বায়োপিক নির্মাণের পরিকল্পনা নেন, এ ছবির চিত্রনাট্যকার ও পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর আমির খানকে মহাবীর সিং ফোগাতে চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলে তিনি বলেন, ৫-১০ বছর পর ছবিটি নির্মাণ নির্মাণ করতে। কারণ তখন তার বয়স ৬০ হয়ে যাবে, মহাবীর সিং চরিত্রটিতে রূপদান করা তখন অনেকটা সহজতর হবে। কিন্তু ছবির চিত্রনাট্যে তাকে ৫৫ বছর বয়সী দেখানোর বিষয় থাকায় আমির নিজেই উৎসাহ প্রাকাশ করেন ছবিটিতে অভিনয়ে। ‘দঙ্গল’ ছবিতে অভিনীত চরিত্রের দাবি মেটাতে শরীরের ওজন বাড়িয়েছেন অনেকগুণ। বয়স্ক মহাবীর সিং সাজতে শরীরের ওজন ৯৮ কেজিতে উন্নীত করেছিলেন। পাশাপাশি কমবয়সী মহাবীর সাজতেও আবার ওজন কমিয়েছেন দেহের। ‘দঙ্গল’ ছবিতে মহাবীর সিং ফোগাত এর দুই কন্যার চরিত্রে তাপসী পান্নু ও আকসারা হাসানের অভিনয়ের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত দুই কন্যা গীতা ও ববিতা চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। আর ফোতপত্মী দয়া শোভা কাউর চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার সাড়া জাগানো অভিনেত্রী মাকশি তালোয়ার। একজন বিখ্যাত কুস্তিগীরের চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে প্রচ- পরিশ্রম করেছেন আমির খান। প্রশিক্ষকের কাছে কুস্তির প্রশিক্ষণ নিয়েছেন। কয়েক মাস আগে মুক্তিপ্রাপ্ত ‘সুলতান’ ছবিতে সালমান খানকে হারিয়ানার আরেক বিখ্যাত কুস্তিগিরের চরিত্রে দেখা গেছে। মালমানের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ‘সুলতান’ ছবিটি বক্স অফিসে সাফল্যের চমক সৃষ্টি করেছে। এবার সবার মনোযোগ আমির খানের ‘দঙ্গল’ ছবিটিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এ পর্যন্ত আমির খান তার অভিনীত বিভিন্ন সিনেমার বক্স অফিস সাফল্যের নতুন নতুন রেকর্ড সৃষ্টি করেছেন। তিনি নিজের রেকর্ড ভঙ্গ করেছেন নতুন আরেকটি ছবির মাধ্যমে বলিউড বোদ্ধারদের ধারণা, আমির খান মহাবীর সিং ফোগাত চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে আবার দর্শকদের চমকিত করবেন। ২০১৬ সালের সবচাইতে প্রতীক্ষিত হিন্দি সিনেমা হিসেবে ‘দঙ্গল’ ব্যবসায়িক সাফল্যের নতুন রেকর্ড সৃষ্টি করবে। শুধুমাত্র ভারতেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও বায়োপিক ধাঁচের সিনেমা হিসেবে ‘দঙ্গল’ নিয়ে নানা আলোচনা হচ্ছে। হিন্দিু সিনেমার এই মহাতারকা আমির খান ‘দঙ্গল’ ছবির জন্য সেভাবে পরিশ্রম করেছেন যা সচারচর সব অভিনেতা করেন না। কিন্তু আমির খান অভিনয়ের জন্য অনেক ধরনের ত্যাগ স্বীকার করেছেন আগে, এবার ‘দঙ্গল’ ছবির কেন্দ্রীয় চরিত্রে তার ানবদ্য অভিনয় দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আশা করা যায়।
×