ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে কলেজ সরকারিকরনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২২:৩০, ৭ ডিসেম্বর ২০১৬

কালকিনিতে কলেজ সরকারিকরনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর)॥ মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহি সৈয়দ আবুল হোসেন কলেজ সরকারিকরনে দাবিতে আজ বুধবার সকালে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা। এবং তাদের এ দাবি মেনে না নেয়া পর্যন্ত সামনে আরো কঠোর কর্মসুচির হুশিয়ারী দিয়েছেন আন্দোলরত শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, পৌর মেয়র এনায়েত হোসেন, শিক্ষক দেলোয়ার হোসেন দুলাল, কাজী কামরুজ্জামন, আবুআলম, জাহাঙ্গির আলম, কলেজ ছাত্রলীগের আহবায়ক মোঃ পলাশ হোসেন, ছাত্র মোঃ শাহিন ফকির, নাজমুল হোসেন, শাহাজালাল ও সানজিদা । এসময় বক্তরা বলেন, সৈয়দ আবুল হোসেন কলেজ যতদিন পর্যন্ত সরকারিকরন না হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যহত থাকবে। আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক আবুআলম ক্ষোভের সঙ্গে বলেন, আমাদের এই কলেজ অনেকদিনের পুরানো। আমাদের কলেজ সরকারিকরন না হয়ে নতুন-নতুন কলেজ সরকারি হচ্ছে। তাই আজকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। সামনে আরো কঠোর কর্মসুচি দেয়া হবে। এব্যাপারের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ মোঃ আশ্রাফুল হক বলেন, এই কলেজ সরকারিকরনের জন্য আমাদের ছাত্র-ছাত্রীদের প্রানের দাবিতে রুপ নিয়েছে। তাই আমরা আরো কঠোর কর্মসুচি গ্রহন করে সামনে চালিয়ে যাব।
×