ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশ্চিম বঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ২০:১৭, ৭ ডিসেম্বর ২০১৬

পশ্চিম বঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ২

অনলাইন ডেস্ক॥ ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যে একটি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত দুইজন নিহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর। ক্যাপিটাল এক্সপ্রেস নামের ট্রেনটি মঙ্গলবার বিহার রাজ্যের রাজেন্দ্র নগর থেকে আসাম রাজ্যের গুয়াহাটি যাওয়ার পথে পশ্চিম বঙ্গে দুর্ঘটনায় পড়ে বলে জানিয়েছে এনডিটিভি। পশ্চিম বঙ্গের আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোড স্টেশনের নিকটবর্তী হাড়িভাঙা সেতুর কাছে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে যায়। এতে পেছনের দুটি বগিও লাইনচ্যুত হয়ে উপরের দিকে উঠে যায়। বগির ভিতরে আটকা পড়া অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এনডিটিভি ছয়জন আহত হওয়ার কথা জানালেও আনন্দবাজার আহতের সংখ্যা অন্তত ২০ বলে জানিয়েছে। রাত ১১টার দিকে উদ্ধার কাজ শুরু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই সপ্তাহ আগে উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে ইন্দোর থেকে পাটনাগামী অপর একটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় পড়ে শতাধিক মানুষ নিহত হয়েছিল।
×