ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২৪ জন নিহত

প্রকাশিত: ১৮:২৮, ৭ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ২৪ জন নিহত

অনলাইন ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ভূমিকম্পে ২৪ জনের মৃত্যু হয়েছে। আরও অনেকেই ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে বলে আশংকা করা হচ্ছে। সেইসাথে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.৪ । বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ৩ মিনিটে সুমাত্রা দ্বীপের সিজিল শহরের কাছে এ ভূমিকম্পে আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সমুদ্রের তলদেশে এই ভূমিকম্পটি আঘাত হানে। সুমাত্রা দ্বীপের সিগলি শহরে এর ফলে বহু ভবন, মসিজদ ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে পড়েছে। তবে সুনামির কোনও আশংকা নেই বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ । আচেহ প্রদেশেই ২০০৪ সালে আগাত হেনেছিল সুনামি যার ফলে প্রদেশটির ১ লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। সূত্র : বিবিসি বাংলা
×