ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মুফতি হান্নান ও শাহেদুলের আপীলের রায় আজ

প্রকাশিত: ০৮:০৩, ৭ ডিসেম্বর ২০১৬

মুফতি হান্নান ও শাহেদুলের আপীলের রায় আজ

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড ছোড়ার ঘটনায় নিম্ন (বিচারিক) আদালতে মৃত্যুদ-প্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও শরীফ শাহেদুল আলম ওরফে বিপুলের আপীলের রায় ঘোষণার জন্য আজ বুধবার দিন ধার্য করেছে আপীল বিভাগ। মৃত্যুদ- বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ওই দুই জঙ্গীর আপীল শুনানি করে মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপীল বিভাগ রায়ের জন্য এই দিন ঠিক করে। এই বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি মির্জা হোসেইন হায়দার। অন্যদিকে আদালতে আসামিদের পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। এর আগে গত ৩০ নবেম্বর প্রথম দিনের শুনানি শেষে ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছিল আপীল বিভাগ।
×