ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খালেদার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে

প্রকাশিত: ১৯:৫৪, ৬ ডিসেম্বর ২০১৬

খালেদার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে

অনলাইন রিপোর্টার॥ নির্বাচন কমিশন (ইসি) গঠন ও শক্তিশালীকরণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দেয়া হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রস্তাবের লিখিত কপি বঙ্গভবনে পৌঁছে দেয়া হয়। বিএনপির ভাইস চেয়ারপারসন মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার প্রস্তাবের লিখিত কপি পৌঁছে দেন। তবে আজ বিএনপি যখন বঙ্গভবনে প্রস্তাবনা পৌঁছে দেয় তার কয়েকঘণ্টা আগেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর আগে গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও শক্তিশালী করার জন্য জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন খালেদা জিয়া। পরের দিন তার একান্ত সচিব এবিএম সাত্তার রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন দিয়ে খালেদা জিয়ার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সাক্ষাতের সুযোগ চান। পরে ২৩ নভেম্বর দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, মুনির হোসেন ও সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীনকে দিয়ে বঙ্গভবনে একটি চিঠি পাঠায় বিএনপি। ওই চিঠিতেও রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের সুযোগ চাওয়া হয়। কিন্তু ১২ দিনেও চিঠির কোনো উত্তর না পাওয়ায় খালেদা জিয়ার প্রস্তাবের লিখিত কপি রাষ্টপতির কাছে পৌঁছে দেওয়ার সুযোগ চায় বিএনপি। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকাল ১১টায় বঙ্গভবনে চিঠি নিয়ে যাওয়ার অনুমিত পায় তারা।
×