ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বছরে ৫ মিলিয়ন টন পাথর উৎপাদন করবে লাফার্জ

প্রকাশিত: ০৬:২০, ১ ডিসেম্বর ২০১৬

বছরে ৫ মিলিয়ন টন পাথর উৎপাদন করবে লাফার্জ

অর্থনৈতিক রিপোর্টার ॥ লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান লাফার্জ উমিয়াম মাইনিং প্রাইভেট লিমিটেড (এলইউএমপিএল) ভারত সরকারের কাছ থেকে পরিবেশগত ছাড়পত্র পেয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি প্রতি বছর ৫ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পরিবহন করতে পারবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ভারতের মেঘালয়ে অবস্থিত। গত ২৮ নবেম্বর ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে একটি চিঠি পাঠানো হয়। আর মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চিঠি আপলোড করা হয়। চিঠিতে এলইউএমপিএলের প্রতিবছর ৫ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পরিবহনের কথা উল্লেখ করা হয়। প্রসঙ্গত, এলইউএমপিএল ভারতের মেঘালয়ে ১০০ হেক্টর চুনাপাথর খনি মালিক। কোম্পানিটি মেঘালয় থেকে লাফার্জ সুরমার সিমেন্ট কারখানা সুনামগঞ্জের ছাতকে চুনাপাথর পাঠায়। লাফার্জ উমিয়ামের বছরে ২ মিলিয়ন টন চুনাপাথর উৎপাদন ও পাঠানোর পরিবেশগত ছাড়পত্র ছিল।
×