ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন

রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ফিয়োঁ জয়ী

প্রকাশিত: ০৩:২৪, ২৯ নভেম্বর ২০১৬

রিপাবলিকান পার্টির প্রাইমারিতে ফিয়োঁ জয়ী

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্রান্সের রক্ষণশীল দল রিপাবলিকান পার্টির প্রার্থী হচ্ছেন ফ্রাঁসোয়া ফিয়োঁ। রিপাবলিকান পার্টির প্রাইমারিতে তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ও সাবেক প্রধানমন্ত্রী এ্যালাঁ জপেকে পরাজিত করেন। খবর বিবিসি ও এএফপির। মনোনয়ন দৌঁড়ের ভোটাভুটিতে প্রথমেই ছিটকে যান সারকোজি, এরপর এগিয়ে থাকা দুই মনোনয়ন প্রত্যাশী জুপে ও ফিয়োঁর মধ্যে দ্বিতীয় দফা ভোটাভুটিতে প্রার্থী চূড়ান্ত হয়। রবিবার দ্বিতীয় দফা নির্বাচনের প্রায় সব ভোট গণনার পর ফিয়োঁ প্রায় ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী জুপে পরাজয় মেনে নিয়েছেন। প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর আরও উন্নত সমাজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ফিয়োঁ, বলেছেন, যদি ফ্রান্সের লোকজন আমার উপর ভরসা রাখে, আমি আমার দায়িত্বকে শ্রদ্ধা করতে সচেষ্ট থাকবো এবং মর্যাদার সঙ্গে নিজেকে পরিচালনা করব। ফ্রান্সকে ‘পুরোপুরি পরিবর্তন’ করে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ডাম্প টাওয়ার গুগল ম্যাপস-এ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের বাসার নাম কেউ একজন বিদ্রƒপ করে বদলে দিয়েছেন। ৫৮ তলা আকাশচুম্বী ওই ভবনের নাম ‘ট্রাম্প টাওয়ার’। ভবনটির নাম বদলে দেয়া হয় ‘ডাম্প টাওয়ার’। গুগল ম্যাপসের ব্যবহারকারীরা নতুন এই নাম দেখার পর দ্রুত সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে যায়। -নিউইয়র্ক ডেইলি নিউজ বার্ড ফ্লু ঠেকাতে... বার্ড ফ্লু মহামারি ঠেকাতে প্রায় ২ লাখ হাঁস নিধন করেছে নেদারল্যান্ডস। উত্তর ইউরোপের দেশগুলোতে বার্ড ফ্লুর সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রতিরোধের জন্য হাঁসগুলো নিধন করা হয়। আমাস্টার্ডামের ৭০ কিলোমিটার দূরে বিদিংগুইজেন নামে একটি গ্রামে বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পর ছয় খামারের ১ লাখ ৯০ হাজার হাঁস নিধন করা হয়। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে পোল্ট্রি পণ্য সরবরাহের ওপর ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। -মুম্বাই মিরর
×