ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ই-টোকেন পদ্ধতি শীঘ্রই বাতিল হচ্ছে ॥ শ্রিংলা

প্রকাশিত: ০৫:২৭, ২৮ নভেম্বর ২০১৬

ই-টোকেন পদ্ধতি শীঘ্রই বাতিল হচ্ছে ॥ শ্রিংলা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৭ নবেম্বর ॥ রামপাল বিদ্যুত কেন্দ্র নির্মাণে বাংলাদেশ সরকারের দেয়া গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করছি। এ কেন্দ্রটি নির্মাণ হলে খুলনা-রামপাল এলাকার মানুষের জীবনমান আরও উন্নত হবে। বাংলাদেশী নাগরিকদের ভারতে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং আরও সহজ করা হচ্ছে। এ জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। শীঘ্রই ই-টোকেন পদ্ধতি পুরো বাতিল করে দেয়া হবে। বাংলাদেশের ছোট-বড় ব্যবসায়ীসহ তাদের পরিবারের সদস্যরাও যে কোন সময় ভিসা সংগ্রহ করতে পারবেন। শীঘ্রই ভারতীয় ভিসা প্রসেসিং আরও সহজ হয়ে যাবে। রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদারীপুর সদর উপজেলা ও রাজৈর উপজেলা চেয়ারম্যানদের সঙ্গে দুই কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এসব কথা বলেন। চুক্তি সম্পাদন অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘বাংলাদেশ ও ভারত এক সঙ্গে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় কাজ করে যাবে।’ রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হচ্ছে ॥ নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘মুসলমানদের নিধনের জন্য মিয়ানমারে যে ধ্বংস যজ্ঞ চলছে, তা খুবই অমানবিক। রোহিঙ্গাদের আশ্রয় দিলে সমস্যার স্থায়ী কোন সমাধান হবে না, তাই আমরা স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা নিচ্ছি। আমাদের সরকার বিশ্বের বিভিন্ন দেশকে এ কথা জানিয়েছে এবং মিয়ানমার সরকার বিশেষ টাস্কফোর্স গঠন করেছে সমস্যা সমাধানের জন্য।’ তিনি রবিবার মাদারীপুর আচমত আলি খান পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন। আসন্ন জেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এতে বিএনপি অংশগ্রহণ করছে না, কারণ তারা নির্বাচনে আসতে ভয় পাচ্ছে। বিগত বছরগুলোতে আগুন দিয়ে মানুষ হত্যা, গাড়ি পোড়ানো, কুরআন শরীফ পোড়ানো এবং শহীদ মিনার ভাঙার কোন জবাবদিহিতা জনগণের কাছে করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসছে না। তবে আগামী নিবার্চনেও আমরা তাদের আহ্বান করব।’ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া সম্পর্কে নৌমন্ত্রী বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে আমরা দলীয়ভাবে কোন প্রার্থী দেইনি। তবে দলের সমর্থিত প্রার্থী থাকবে।’
×