ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিএফডিসিতে জসিম উৎসব

প্রকাশিত: ০৩:৫০, ২৮ নভেম্বর ২০১৬

বিএফডিসিতে  জসিম উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ প্রায় ৩ শত চলচ্চিত্রের অভিনেতা চিত্রনায়ক জসিম। দেশীয় চলচ্চিত্রে আশি ও নব্বই দশকের অভিনেতা জসিম মুক্তিযোদ্ধাও ছিলেন। তার স্মৃতির উদ্দেশ্যে বিজয়ের মাস ডিসেম্বরে আয়োজন করা হচ্ছে ‘জসিম উৎসব-২০১৬’। জানা গেছে, জসিমের নামে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমির বর্ষপূর্তি উপলক্ষে উৎসবটি হচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় (বিএফডিসি) আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৫টায় শুরু হবে এ আয়োজন। উৎসবে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ ও দেশীয় চলচ্চিত্রে বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিমের অবদান নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজক, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মডেল, কণ্ঠশিল্পীরা। এ ছাড়া থাকবে সম্মাননা প্রদান ও নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মডেলদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ প্রসঙ্গে ‘বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসিম স্মৃতি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক শিবচরের সোহেল বলেন, জসিম ছিলেন প্রায় ৩০০ চলচ্চিত্রের নায়ক। তাকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে বিএফডিসিতে ব্যাপক আকারে চিত্রনায়ক জসিম উৎসব উদযাপন করা হবে। আমাদের এ উৎসবের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে লাল সবুজের দল নামের একটি ব্যান্ড। প্রসঙ্গত, চলচ্চিত্র অভিনেতা জসিম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরের হয়ে যুদ্ধ করেছিলেন। মেজর হায়দারের নেতৃত্বে রণাঙ্গনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি।
×