ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:২০, ২৭ নভেম্বর ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান কী? ক) ব্যক্তি খ) গোষ্ঠী গ) দল ঘ) পরিবার ২. দীর্ঘকাল পর ইউরোপে গণতন্ত্রের পুনর্জন্ম ঘটে - র. ১৭শ শতাব্দীতে রর. ১৮শ শতাব্দীতে ররর. ২০ শতাব্দীতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর ৩. আসাদ কলকাতা যেতে চাইল। বাংলাদেশের কোন সীমান্ত এলাকা এর জন্য সুবিধাজনক? ক) পশ্চিম দিক দিয়ে খ) দক্ষিণ দিক দিয়ে গ) পূর্ব দিক দিয়ে ঘ) উত্তর দিক দিযে ৪. বাংলাদেশের সংবিধান সংরক্ষণ করা হয়েছে - র. মালিকানা নীতি রর. সর্বজনীন ভোটাধিকার ররর. মৌলিক অধিকার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৫. প্রকৃতিগত পরিবর্তনের ফল হলো - র. গ্রামীণ অর্থনতি শহরভিত্তিক অর্থনীতিতে রূপান্তর রর. জনগণের আয় বৃদ্ধি পায় ররর. স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. মারুফ সাহেব কৃষি ব্যাংক থেকে সার, বীজ, কীটনাশক প্রভৃতি ক্রয় এবং ফসল নিড়ানো, কাটা, মাড়াই ইত্যাদি কাজের ব্যয় নির্বাহের জন্য কৃষিঋণ তোলেন। তার এ ঋণ হলো - র. স্বল্পমেয়াদি রর. মধ্যম মেয়াদি ররর. দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৭. কোনটিকে বাংলাদেশের মূল সংবিধান বলা হয়? ক) ১৯৭২ সালের সংবিধানকে খ) ১৯৭৩ সালের সংবিধানকে গ) ১৯৭৮ সালের সংবিধানকে ঘ) ১৯৮২ সালের সংবিধানকে ৮. গণতন্ত্র কী ধরনের সরকার? ক) স্বৈচ্ছাচারী খ) নিয়ন্ত্রণমূলক গ) জনকল্যাণমূলক ঘ) দমনমূলক ৯. নগরায়ণ, গ্রামীণ উন্নয়ন, নাগরিক সুবিধা সৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা প্রভৃতি কাজগুলো রাষ্ট্রের - র. অপ্রয়োজনীয় কাজ রর. উন্নয়নমূলক কাজ ররর. জনহিতকর কাজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১০. দেশে অবস্থিত বিদেশি জনগণের আয় বেশি হলে কী ঘটবে? ক) এউচ > এঘচ খ) এউচ < এঘচ গ) এউচ = এঘচ ঘ) কোনটিই নয় ১১. প্রকৃতি প্রদত্ত সম্পদের কীভাবে ব্যবহার হয়? ক) গোপনে এবং এককভাবে খ) কয়েকটি দেশের জন্য এবং সীমাবদ্ধ আয়তনে গ) সকলের জন্য এবং উন্মুক্তভাবে ঘ) সকলের জন্য সমানভাবে ১২. রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি? ক) প্রাকৃতিক সম্পদ খ) প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী গ) কর্মক্ষম জনগোষ্ঠী ঘ) শিক্ষিত জনগোষ্ঠী ১৩. সামাজিক পরিবর্তনে ব্যাপক প্রভাব বিস্তার করে - র. শিক্ষা রর. যোগাযোগের মাধ্যম ররর. জৈবিক উপাদান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৪. কোন শিক্ষা মনের সংকীর্ণতা দূরীভূত করে? ক) চেতনার খ) সভ্যতার গ) সম্প্রীতির ঘ) শিক্ষাপ্রতিষ্ঠানের
×