ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে রাস্তাজুড়ে ইট-কাঠের দোকান

প্রকাশিত: ০৩:৫২, ২৭ নভেম্বর ২০১৬

ফকিরহাটে রাস্তাজুড়ে ইট-কাঠের দোকান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে শতাধিক গ্রাম্য রাস্তা দখল করে ইট, বালি, কাঠ ও খড়ের জমজমাট ব্যবসা চলছে। ফলে পথচারী ও যানবাহন চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গ্রাম্য সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে তা চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। উপজেলা প্রশাসন বারবার মাইকিং করলেও দখলকারীরা কর্ণপাত করছে না। পথচারী বা যানবাহন চালকরা কিছু বলতে গেলে উল্টো লাঞ্ছিত হতে হয়। সরেজমিনে দেখা গেছে, উপজেলার শতাধিক গ্রাম্য রাস্তা দখল করে এক শ্রেণীর ব্যবসায়ী ইট বালু কাঠ ও খড়ের ব্যবসা করছে। রাস্তা দখল করে এ সমস্ত ব্যবসা করায় পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘœ হচ্ছে। প্রশাসন বারবার তাগিদ দিয়েও তাদের সরাতে পারেনি। ফলে স্থানীয় জনগণ তাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। কাটাখালী গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে জলছত্র বটতলায় প্রবেশের মুখে মসজিদের কাছে সড়ক দখল করে কাঠের ব্যবসা চলছে। এ রাস্তার দু’পার্শ্বে এমনভাবে কাঠ সাজিয়ে রাখা হয়েছে যে, ট্রাকে তা লোড-আনলোড করার সময় ভ্যান রিক্সা তো দূরের কথা, সাইকেলও প্রবেশ করতে পারে না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে ॥ তথ্য উপদেষ্টা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ শনিবার সকালে খুলনা মগহানগরী একটি অভিজাত হোটেলে দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ লিয়াকত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘লিয়াকত আলী স্মারকগ্রন্থ’-এর প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। দৈনিক পূর্বাঞ্চলের পক্ষ থেকে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। সভায় তথ্য উপদেষ্টা সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে এবং গণতন্ত্রকে আরও এগিয়ে নিতে সাংবাদিকদের সত্যনিষ্ঠ হতে হবে, সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ প্রকাশই নয়, সাংবাদিকদের জনগণ ও দেশের উন্নয়নে সকল ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখতে হবে। তিনি পূর্বাঞ্চলের সম্পাদক লিয়াকত আলীর স্মৃতিচারণ করে বলেন, লিয়াকত আলী শুধু একজন সাহসী ও সৎ সাংবাদিক নয়, তিনি ছিলেন সমাজসেবক ও উন্নয়নের কা-ারি। ‘লিয়াকত আলী স্মারকগ্রন্থ’ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পূর্বাঞ্চল ও দি ডেইলি ট্রিবিউনের সম্পাদক বেগম ফেরদৌসী আলী। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- তালুকদার আব্দুল খালেক এমপি, এসএম মোস্তফা রশিদী সুজা এমপি, আলহাজ মিজানুর রহমান মিজান এমপি, সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশীদ, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক নাজমুল আহসান ও খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম।
×