ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬৪৩ ভিক্ষুক পুনর্বাসন

প্রকাশিত: ০৬:১৬, ২৬ নভেম্বর ২০১৬

৬৪৩ ভিক্ষুক পুনর্বাসন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশন এলাকার ৬৪৩ জন ভিক্ষুককে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সার্কিট হাউস ভবন চত্বরে প্রশাসনের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহের জন্য ভ্যান, সেলাই মেশিন, পিঠা তৈরির উপকরণ, চা-পানের দোকানের উপকরণসহ ১৯ প্রকারের সামগ্রী প্রদান করা হয়। আর যারা কর্মহীন তাদের চাল, ডালসহ খাদ্যদ্রব্য দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
×