ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে গোল্ডেন সন

প্রকাশিত: ০৪:৫৫, ২৫ নভেম্বর ২০১৬

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে গোল্ডেন সন

প্রকৌশল খাতের কোম্পানি গোল্ডেন সন লিমিটেড মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানি সংশ্লিষ্ট ব্রোকার হাউস বা ডিপিকে আগামী ১০ ডিসেম্বরের আগেই মার্জিন ঋণধারীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। সংশ্লিষ্ট ব্রোকার হাউসগুলোকে শেয়ারহোল্ডারদের নাম, বিওআইডি নম্বর, ক্লায়েন্ট-ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ও কনটাক্ট নম্বর জমা দিতে হবে। এছাড়া ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের শাখার নাম, রাউটিং নম্বর ও কন্টাক্ট নম্বর জমা দিতে হবে। উল্লিখিত তথ্য, কোম্পানির শেয়ার অফিস মিরপুর ডিওএইচএস, হাউস নম্বর-১০৫৮, রোড নম্বর-৭ এ জমা দিতে হবে। -অর্থনৈতিক রিপোর্টার চূড়ান্ত লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের চূড়ান্ত লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানি চূড়ান্ত লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, ৩১ মার্চ, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ম্যারিকো ৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×