ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাতিল নোট দিয়ে কি করবে তাই নিয়ে ভারতজুড়ে আলোচনা

প্রকাশিত: ০৫:০৩, ২৪ নভেম্বর ২০১৬

বাতিল নোট দিয়ে কি করবে তাই নিয়ে ভারতজুড়ে আলোচনা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফিরিয়ে নেয়া ৫০০ ও ১ হাজার রুপীর নোটগুলো দিয়ে কি করা হবে তাই নিয়ে এখন আলোচনা চলছে ভারতজুড়ে। চলতি বছরের মার্চ পর্যন্ত প্রায় ৯ হাজার কোটি সমপরিমাণ অর্থের ৫০০ ও ১ হাজার রুপীর নোট বাজারে ছেড়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। নোটগুলো নষ্ট করে ফেলার চাইতে প্রক্রিয়াজাত করে কাগজ ও কাগজ জাতীয় পণ্য উৎপাদনের কথাও শোনা যাচ্ছে। আবার নোটগুলো দিয়ে টিক্কা (আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত কয়লার বড়ি) বানানো হলে তা কয়লার বিকল্প হিসেবে কাজ করবে বলেও অনেকে মতামত দিচ্ছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ভারতে দেশজুদে ১৯টি অফিসে মোট ২৭টি নোট টুকরো করার মেশিন রয়েছে। বাতিল হয়ে যাওয়া নোটগুলোকে কাটিং মেশিনের সাহায্যে কেটে টুকরো টুকরো করে মেশিনের সাহায্যেই এগুলোকে মন্ড করে প্রক্রিয়াজাত করা হবে। পরে এই প্রক্রিয়াজাত মন্ড দিয়ে ক্যালেন্ডার, পেপারওয়েটের মতো বিভিন্ন কাগজজাত সামগ্রী উৎপাদন করা হতে পারে। নিষিদ্ধ ঘোষিত ৫০০ ও ১ হাজার রুপীর ২০ হাজার কোটি নোট নষ্ট করতে হবে ভারতের কেন্দ্রীয় ব্যাংককে। অথবা উর্বরতা বাড়ানোর জন্য মন্ডগুলোকে ব্লকের মতো করে তৈরি করে সেগুলোকে ভারতের বিভিন্ন ফসলের ক্ষেতে ছড়িয়ে দেয়াও হতে পারে জানা গেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রায় ২ হাজার কোটি নোট নষ্ট করা তাদের জন্য তেমন কোন বড় সমস্যা নয়। গত অর্থবছরে তাদের প্রায় ১ হাজার ৬০০ কোটি নোট ধ্বংস করার অভিজ্ঞতা রয়েছে। তবে এই বাতিল নোটগুলো নষ্ট করা শুরু হবে তা জানা যায়নি। প্রসঙ্গত, ভারতে কালো টাকার বিস্তার ঠেকাতে চলতি মাসের ৯ তারিখ থেকে ৫০০ এবং ১০০০ রুপীর নোটকে নিষিদ্ধ ঘোষণা করে তা ব্যাংকে জমা দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রত্যেককে ৫০০ ও ১০০০ রুপীর সব নোট ব্যাংকে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
×