ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেরা করদাতার স্বীকৃতি

১৪১ প্রতিষ্ঠান ও ব্যক্তি পাচ্ছেন ট্যাক্স কার্ড

প্রকাশিত: ০৫:০৩, ২৪ নভেম্বর ২০১৬

১৪১ প্রতিষ্ঠান ও ব্যক্তি পাচ্ছেন ট্যাক্স কার্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ সেরা করাদাতার স্বীকৃতি হিসেবে ১৪১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হচ্ছে এই ট্যাক্স কার্ড। এবারে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন, কোম্পানি পর্যায়ে ৫৭টি এবং অন্যান্য পর্যায়ে ৮ জন করদাতাকে ট্যাক্স কার্ড দেয়া হবে। এবার প্রথমবারের মতো এত বেশি সংখ্যক করদাতাকে ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে। চলতি মাসে জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা সংশোধন করে ট্যাক্স কার্ডের সংখ্যা ২০টি থেকে বৃদ্ধি করে মোট ১৪১টি করা হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর-২ এর উপসচিব জিল্লুর রহমানের স্বাক্ষর করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। ট্যাক্স কার্ড দেয়া হচ্ছে ফার্ম ক্যাটাগরিতে দিলকুশার ওয়ালটন মাইক্রো-টেক কর্পোরেশন ও ওয়ালটন প্লাজার সঙ্গে দারুণ সালাম এন্টারপ্রাইজ ও সিলেটের মেসার্স এ এস বি এসকে। ব্যক্তি পর্যায়ে সিনিয়র সিটেজেন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ করদাতা হলেন রাজধানীর গুলশান-২ এর লতিফুর রহমান, চট্টগ্রামের লালখান বাজারের সদরউদ্দিন খান, ঢাকার প্রফেসর মাজিদুল ইসলাম, ফজলুল রহমান ও আ হ ম মুস্তফা কামাল। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে রাজধানীর দিলকুশার নাসির উদ্দিন মৃধা, মহাখালীর লে. জে. (অব) এ এস এম নাসিম, জামালপুরে মোহাম্মদ শহীদউল্লাহ, রাজশাহীর ড. এম শামসুল আলম ও কুষ্টিয়ার মতিউর রহমান। সাংবাদিক ক্যাটাগরিতে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক আব্দুল আহাদ চৌধুরী তুহিন ও জাহিদুর রহমান। প্রতিবন্ধী ক্যাটাগরিতে রাজধানীর আকরাম মাহমুদ, সিলেটের আবু তাহের ও মামুনুর রশিদ। মহিলা ক্যাটাগরিতে ঢাকার ক্যান্টনমেন্টের হোসনে আরা হোসেন, লায়লা হোসেন, রংপুরের নিশাত ফারজানা চৌধুরী, জেবা আলী ও জেবুননাহার ইসলাম। তরুণ (৪০ বছরের নিচে) ক্যাটাগরিতে রাজধানীর নাফিজ সিকদার, গাজী গোলাম মর্তুজা, আব্দুল মোসাব্বির আহমেদ, চট্টগ্রামের মোহাম্মদ মোস্তফা হায়দার ও সিলেটের এ কে এম আতাউল করিম। ব্যবসায়ী ক্যাটাগারিতে মেসার্স কাউছ কেমিক্যালের মালিক হাজী মোঃ কাউছ মিয়া, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও পোটন ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুল আশরাফ খান, গাজী গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, ঢাকার আব্দুল কাদির মোল্লা ও ঢাকা সাভারের আসলাম সেরনিয়াবাত। বেতনভোগী ক্যাটাগরিতে ঢাকা ক্যান্টনমেন্টের খাজা তাজমহল, রুবাইয়াত ফারজানা হোসেন, কলাবাগানের এম এ হায়দার হোসেন, সিরাজগঞ্জের মোহাম্মদ ইউসুফ ও গুলশানের আব্দুল মুক্তাদির। ডাক্তার ক্যাটাগরিতে প্রফেসর ডাঃ প্রাণ গোপাল দত্ত, ডাঃ জাহাঙ্গীর কবির, ইউনাইটেডের হাসপাতালের ডাঃ এন এ এম মোমেনুজ্জামান, ডাঃ সৈয়দ সাইদ আহমেদ ও ডাঃ নিয়াজ আব্দুল রহমান। আইনজীবী ক্যাটাগরিতে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কাজী মোহাম্মদ তানজীবুল আলম ও ব্যারিস্টার রফিক উল হক। প্রকৌশলী ক্যাটাগরিতে আব্দুল ওদুদ, আব্দুল মোক্তাদির ও কবির আহমেদ ভূঞা। স্থপতি ক্যাটাগরিতে ঢাকার রফিক আজম, ইকবাল হাবিব ও হাসান শামস উদ্দিন। এ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে ফেরদৌস আহমেদ খান, জাকের আহমেদ এফসিএ ও নিয়াজ মোহাম্মদ এফসিএ। নতুন করদাতা ক্যাটাগরিতে ঢাকার সুলতান মাহমুদ, কুষ্টিয়ার বশির উদ্দিন, আজমপুরের মোহাম্মদ আরমান, মোহাম্মদ জালাল উদ্দিন ইসহাক, মোহাম্মদ উল্লাহ, আব্দুল কাইয়ুম পিনু, রাফাত কায়সার। খেলোয়াড় ক্যাটাগরিতে ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মর্তুজা। অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে অভিনেতা সুবর্ণা মুস্তফা, আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপধ্যায়। শিল্পী ক্যাটাগরিতে রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবির নন্দী ও শাহিন সামাদ। অন্যান্য ক্যাটাগরিতে সাহাবুদ্দিন আহমেদ, নাজমুল হক ও আনোয়ার হোসেন। ব্যাংকিং ক্যাটাগরিতে স্ট্যান্ডার্ড টার্চার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, দি হংকং এ্যান্ড সাংহাই ব্যাংকং কর্পোরেশন লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ডাচবাংলা ব্যাংক ও পূবালী ব্যাংক লিমিটেড। অ-ব্যাংকিং লিমিটেড ক্যাটাগরিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেট লিমিটেড ও উত্তরা ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ড লিমিটেড। টেলিকমিউনিকেশন ক্যাটাগরিতে গ্রামীণফোন। প্রকৌশল ক্যাটাগরি পিএইচপি কোল্ড রোলিং মিলস লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড ও আবুল খায়ের স্টিল প্রোডাক্টস লিমিটেড। খাদ্য ও আনুষঙ্গিক ক্যাটাগরিতে নেসলে বাংলাদেশ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ট্রান্সকম বেভারেজ লিমিটেড। জ্বালানি ক্যাটাগরিতে তিতাস গ্যাস কোম্পানি লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড ও বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। পাট শিল্প ক্যাটাগরিতে জনতা জুট মিলস লিমিটেড, রাজবাড়ী জুট মিলস ও আইয়ান জুট মিলস লিমিটেড। স্পিনিং ও টেক্সটাইল ক্যাটাগরিতে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, এপেক্স ট্রেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেড, কোটস বাংলাদেশ লিমিটেড, বাদশা টেক্সটাইলস লিমিটেড, জি এম এস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড ও স্কয়ার ইয়ার্নস লিমিটেড। ওষুধ ও রসায়ন ক্যাটাগরিতে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মিডিয়া স্টার লিমিটেড, ট্রান্সক্র্যাফট লিমিটেড, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ও মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড। রিয়েল এস্টেট ক্যাটাগরিতে বে-ডেভেলপমেন্টস লিমিটেড, এস এস বিল্ডার্স এ্যান্ড ডেভেলপারস লিমিটেড ও স্পেস জিরো লিমিটেড। তৈরি পোশাক ক্যাটাগরিতে ইয়াংওয়ান হাইটেক স্পোটর্সওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রিফাত গার্মেন্টস লিমিটেড, প্যাসিফিক জিন্স লিমিটেড, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড, ফারইস্ট নিটিং এ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড ও সিম ফেব্রিক্স লিমিটেড। চামড়া শিল্প ক্যাটাগরিতে লালমাই ফুটওয়্যার লিমিটেড, এপেক্স ট্যানারি লিমিটেড ও এটলাস ফুটওয়্যার লিমিটেড। অন্যান্য ক্যাটাগরিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোং লিমিটেড, দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন, তমা কনস্ট্রাকশনস এ্যান্ড কোং লিমিটেড। ব্যক্তি সংঘ ক্যাটাগরিতে মংলা সিমেন্ট ফ্যাক্টরি ও এসকেএস ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাবে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ও প্রত্যাশী।
×