ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ সারকারখানায় উৎপাদন শুরু

প্রকাশিত: ০৪:১৮, ২৩ নভেম্বর ২০১৬

আশুগঞ্জ সারকারখানায় উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় মঙ্গলবার সকাল থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘ সময় কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ১৪শ’ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেচ মৌসুমে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুত সরবরাহের জন্য চলতি বছরের ৪ এপ্রিল আশুগঞ্জ সার কারখানাসহ দেশের সব সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে বন্ধ বিদ্যুত কেন্দ্রগুলো চালুর উদ্যোগ নেয় সরকার। কারখানা চালু করতে প্রতিদিন ৪৮ থেকে ৫২ এম এম সি এফ গ্যাস প্রয়োজন হয়। দীর্ঘ ৬ মাস গ্যাস সরবরাহ বন্ধের পর গত ৬ অক্টোবর আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ করা হয়। কিন্তু দীর্ঘদিন কারখানায় উৎপাদর বন্ধ থাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও বিভিন্ন ইউনিটের যন্ত্রাংশে ত্রুটি দেখা দিলে ত্রুটি মেরামত শেষে মঙ্গলবার সকাল থেকে কারখানায় উৎপাদন শুরু হয়েছে। কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, গ্যাস সরবরাহ বন্ধের কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ ছিল আশুগঞ্জ সার কারখানা। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলেও দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ায় মেরামত শেষে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে কারখানায় ইউরিয়া সার উৎপাদন। তবে পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সার সংকট দেখা দেয়নি এবং সার সরবরাহ ছিল স্বাভাবিক। ‘৫ বছরে প্রক্রিয়াজাত খাদ্যের রফতানি হবে ১০ হাজার কোটি টাকা’ অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৫ বছরে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রফতানি ১০ হাজার কোটি টাকায় পৌঁছাবে বলে জানান বাংলাদেশ এ্যাগ্রো প্রসেসরস এ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি এএফএম ফখরুল ইসলাম মুনশী। তিনি বলেন, গত বছর ১ হাজার ৬০০ কোটি টাকার খাদ্যপণ্য রফতানি হলেও বর্তমান প্রবৃদ্ধি অনুযায়ী আগামী ৫ বছরে রফতানি হবে ১০ হাজার কোটি টাকা। মঙ্গলবার রাজধানীর ধানম-িতে বাপার কার্যালয়ে ‘৪র্থ বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে আমরা ১৪০টি দেশে খাদ্যপণ্য রফতানি করছি। দেশের মোট রফতানিতে আমাদের অবদান ১ থেকে ২ শতাংশ। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের রফতানি প্রবৃদ্ধি প্রতি বছর ১৫ থেকে ৩৫ শতাংশ হারে বাড়ছে। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মেশিনারিজের দাম অনেক ব্যয়বহুল উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন, পর্যাপ্ত মেশিনারিজের অভাবে আমরা রফতানি বাড়াতে পারছি না। এক্ষেত্রে মেশিনারিজ আমদানিতে সরকারী সহায়তার দাবিও জানান তিনি। দেশে-বিদেশে সেরা ওয়ালটন উচ্চমানের পণ্য, সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা, সাশ্রয়ী মূল্য এবং গ্রাহকের আস্থার প্রতিফলন পাচ্ছে বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। দেশের গ-ি পেরিয়ে ওয়ালটন এখন আন্তর্জাতিক ব্র্যান্ড। দেশ-বিদেশে ওয়ালটন অর্জন করেছে বেশকিছু সম্মানজনক এ্যাওয়ার্ড। সর্বশেষ গত ১৯ নবেম্বর রেফ্রিজারেটর ক্যাটাগরিতে ‘বেস্ট ব্র্যান্ড এ্যাওয়ার্ড’ পেয়েছে ওয়ালটন। সব মিলিয়ে ওয়ালটনের পুরস্কারের সংখ্যা প্রায় দুই শ’। কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন অনেক আগেই নিজেকে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রমাণ করেছে। এর স্বীকৃতিস্বরূপ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্জন করেছে অসংখ্য পুরস্কার। উচ্চমানের পণ্য দিয়ে ক্রেতাদের আস্থা অর্জন, দেশীয় পণ্যের প্রতি আকর্ষণ সৃষ্টি, সিংহভাগ বাজার দখল, সরকারের রাজস্ব বৃদ্ধি, বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশে সম্ভাবনাময় প্রযুক্তি খাতের দ্রুত বিকাশে বিশেষ অবদানের ফলেই মিলছে এসব স্বীকৃতি। -বিজ্ঞপ্তি
×