ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলেপ্পোয় বিমান হামলা ও গোলায় আরও ২৫ জন নিহত

প্রকাশিত: ০৬:৪৩, ১৯ নভেম্বর ২০১৬

আলেপ্পোয় বিমান হামলা ও গোলায় আরও ২৫ জন নিহত

সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাংশে তিন দিন ধরে টানা বিমান হামলা ও গোলাবর্ষণে আরও অন্তত ২৫ জন নিহত হয়েছেন। সরকারী বাহিনীর ধারাবাহিক হামলার তৃতীয় দিন বৃহস্পতিবার এরা নিহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী গোষ্ঠী ব্রিটিশভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর ইয়াহু নিউজের। অপরদিকে শহরটির বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশের মেয়র জানিয়েছেন, শীত চলে আসার মুখে সেখানে জ্বালানি ও খাদ্যের তীব্র অভাব দেখা দিচ্ছে। বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরুর প্রস্তুতি নিতে চার সপ্তাহ পূর্বে আলেপ্পোতে বোমা হামলা বন্ধ রেখেছিল সিরীয় সরকার ও রাশিয়াসহ তার মিত্র বাহিনীগুলো। মঙ্গলবার থেকে ফের তীব্র বিমান হামলা ও গোলাবর্ষণ শুরু করা হয়। পাঁচ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে আলেপ্পোর লড়াইকে একটি গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে। দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরটির পূর্ণ দখল নিতে পারলে দেশটির ওপর ফের কর্তৃত্ব প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনেকটা এগিয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।
×