ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে অপরাধ বাড়ছেই

প্রকাশিত: ০৬:৪০, ১৯ নভেম্বর ২০১৬

চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে অপরাধ  বাড়ছেই

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের টাকা ছিনতাই, স্বর্ণ ও মালামাল লুট, ডাকাতি, অপহরণসহ নানা অপরাধের মাত্রা যেন থামছেই না। আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিয়ে কেন এ অপরাধ বারবার সংঘটিত হচ্ছে? তা এখন প্রশ্নবিদ্ধ। উদ্বেগের আরও একটি কারণ হচ্ছে, এখন কোনো কোনো রাজনৈতিক নেতা-কর্মীও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব অপরাধে জড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে, আর তাতে সহযোগিতা করছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। গত ৫ নবেম্বর সর্বশেষ বারের মতো পতেঙ্গায় বিমানবন্দর সংলগ্ন এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে অপরাধী চক্র এক ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা মূল্যের ৩০ টি স্বর্ণের বার ছিনতাই করে নিয়ে যায়। জানা গেছে, এর আগে চট্টগ্রামে ভূয়া গোয়েন্দা পুলিশ সেজে বহুবার অপরাধ সংঘটিত হয়েছে। অপরাধীরা এ সময় ব্যবহার করেছিল পুলিশের পোশাক, অস্ত্র, হ্যান্ডকাফ, ওয়ারল্যাস সেট, ওয়াকিটকি, মাইক্রোবাসসহ আরো অনেক সারঞ্জাম। যা বিভিন্ন সময় পুলিশের অভিযানে ধরাও পড়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হলো- গত বছর ১ এপ্রিল সিরাজউদ্দৌলা রোডে বহদ্দারহাটগামী রাইডার বাস থামিয়ে এক ব্যবসায়ীকে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় ডিবি পরিচয়দানকারী দুর্বৃত্তরা। পরে সে ব্যবসায়ীর কাছে থাকা নগদ সাত লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁকে একটি গলিতে ফেলে রেখে পালিয়ে যায়। ২৬ আগস্ট নগরীর চকবাজারে মাতৃছায়া হোস্টেলের সামনে ডিবি পুলিশ পরিচয়ে চার ছিনতাইকারী জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাই করে। ১২ নবেম্বর সকালে হালিশহর নিমতলা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে একটি পণ্যভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই করা হয়। ২৩ অক্টোবর সীতাকু-ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা করে ঢাকা থেকে আসা একটি চক্র। পরে স্থানীয় লোকজন তাড়া করে চক্রের ৪ সদস্যকে গণধোলাই দিলে ঘটনাস্থলে তোফাজ্জল হোসেন নামে একজন মারা যায়। চলতি বছর ২৯ ফেব্রুয়ারি নগরীর পাহাড়তলী রেলস্টেশন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে দুইশ’ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ২৯ জুন দুপুরে নগরীর রেয়াজউদ্দিন বাজারে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে দুর্বত্তরা। ১৩ অক্টোবর নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা নজুমিয়া লেইনে ডিবি পুলিশ পরিচয়দানকারী কয়েক যুবক বাবুল চৌধুরী নামে এক ব্যক্তির বাসায় প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা লুট করার চেষ্টা করে। এসব ঘটনাগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং পুলিশের কাছে নথিভুক্ত। সাধারণ নাগরিকেরা এখানে ভুক্তভোগী। এগুলোর বাইরেও একই কায়দায় বিভিন্ন সময় এসব অপরাধ ঘটে আসছে। চট্টগ্রামে বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সাথে যুক্ত এমন এক ব্যক্তিসহ আরো কয়েকটি সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ৫ নবেম্বর রাতে ডিবি পুলিশ পরিচয়ে পতেঙ্গা বিমানবন্দর এলাকায় মধ্যপ্রাচ্য ওমান প্রবাসী এক ব্যক্তির ৩০টি স্বর্ণের বার লুটের ঘটনায় অন্যদের সঙ্গে সরকারি দল সমর্থিত ছাত্র সংগঠনের এক নেতা ও তার এক ঘনিষ্ঠ সহযোগী জড়িত ছিল। সেখানে ডিবি পুলিশের পরিদর্শক পদমর্যাদার এক কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীর আরো কিছু সদস্য তাঁদের এই মিশনে সহযোগিতা করেছে। কয়েক মাস আগে একই কায়দায় এ চক্রটি ডিবি পুলিশ পরিচয়ে অন্য একটি ঘটনায় কোটি কোটি টাকার স্বর্ণ লুট করে। কিন্তু সে ঘটনাটি একেবারেই ধামাচাপা থাকে। তবে এগুলোর পুরোপুরি সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
×