ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ আদায়

প্রকাশিত: ০৩:৫৩, ১৬ নভেম্বর ২০১৬

জামালপুরে এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ আদায়

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১৫ নবেম্বর ॥ জেলায় অধিকাংশ স্কুলে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থীরা অর্থের অভাবে তাদের ফরম পূরণ করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে। জেলার ভাটারা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থীর অভিভাবকরা অভিযোগ করে বলেন, এ বিদ্যালয়ে মোট ২৫৪ জন এসএসসি পরীক্ষার্থী মধ্যে এ পর্যন্ত মাত্র ৮ থেকে ১০ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। বাকিরা অতিরিক্ত ফি আদায়ের জন্য ফরম পূরণ করতে পারছে না। তারা আরও অভিযোগ করে বলেন, এ প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ভাটারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল। তারই যোগসাজশে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম নানা অজুহাত দেখিয়ে ফরম পূরণ করতে ৪ হাজার ৫শ’ টাকা করে ফি আদায় করে যাচ্ছেন। ইউপির চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন বাদলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাম্ভিকতার সঙ্গে বলেন, ৪ হাজার ৫শ’ টাকার নিচে কোনক্রমেই ফরম পূরণ করতে দেয়া হবে না। যদি পারেন আপনারা আমার বিরুদ্ধে পত্র-পত্রিকায় সংবাদ প্রচার করুন। তাতেও আমার কিচ্ছু যায় আসে না। খোঁজ নিয়ে জানা গেছে ভাটারা স্কুল এ্যান্ড কলেজ ছাড়াও হাজীপুর উচ্চ বিদ্যালয়, আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, এ্যাডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়, এয়ারখান উচ্চ বিদ্যালয়, আর ইউটি উচ্চ বিদ্যালয়, বাউসি বাঙ্গালী উচ্চ বিদ্যালয়, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, কামালখান হাট উচ্চ বিদ্যালয়, নারীকেলী উচ্চ বিদ্যালয়, গোদাশিমলা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়সহ চরপাড়া এসএম দাখিল মাদ্রাসা, মহিষাবাদুরিয়া দাখিল মাদ্রাসায় অতিরিক্ত ফি আদায় করার অভিযোগ করছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে সরিষাবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ফরম পূরণের অনিয়মের কথা শুনেছি। এ বিষয়ে জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যারা এ ধরনের দুর্নীতি করবে, তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
×