ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাই নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি

প্রকাশিত: ০৪:১৫, ১৫ নভেম্বর ২০১৬

ঝিনাই নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১৪ নবেম্বর ॥ বাসাইল উপজেলার কাঞ্চনপুর কাজিরাপাড়া এলাকার ঝিনাই নদীর ওপর ও কাশিল কেবিএন উচ্চ বিদ্যালয়ের কাছে ঝিনাই নদীতে ব্রিজ না থাকায় চার উপজেলার জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছে। ব্রিজ না থাকায় প্রতিদিন নৌকা করে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। স্থানীয়রা জানায়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর ও কাশিলের ঝিনাই নদীতে ব্রিজ না থাকায় বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নদীর ওপারের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর। প্রতিদিন নৌকা করে পারাপার হয় মির্জাপুর উপজেলার আদাবাড়ি গহর আলী উচ্চ বিদ্যালয়, বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, কাঞ্চনপুর দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাশিল কেবিএন উচ্চ বিদ্যালয়, কাশিল আব্দুল কাদের আব্দুল খালেক দাখিল মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানা, কাশিল বটতলা শাখার শাহীন ক্যাডেট স্কুলসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী। এছাড়া মির্জাপুর, দেলদুয়ার, সখীপুর ও বাসাইল উপজেলার জনসাধারণের দুর্ভোগ চরমে। জানা যায়, দেলদুয়ার নাটিয়াপাড়া থেকে বাসাইল কাঞ্চনপুর সড়কের ঝিনাই নদীর ওপর ১৯৯৮ সালে সেতু নির্মাণ হয়। ২০১৫ সালের আগস্টে বালু বহনকারী ট্রলারের ধাক্কায় সেতুর একটি পিলার ও ওপরের কিছু অংশ ভেঙ্গে যাতায়াত বন্ধ হয়ে যায়। একই সালে কাশিল, বল্লা, নাটিয়াপাড়া সড়কের ঝিনাই নদীতে সেতু নির্মাণ হয়। চার বছর ব্যবহারের পর নিচের মাটি সরে সেতুর একটি অংশ ভেঙ্গে যায়। ফলে এখানেও যাতায়াত বন্ধ। এদিকে একই বছরে ফুলকি-করটিয়া সড়কের দাপনাজোর এলাকায় ঝিনাই নদীতে সেতু নির্মাণ করা হয়। এ সেতুটিরও মাটি সরে ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, মূলত পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদী খননের নামে ড্রেজিংয়ের ফলে ঝিনাই নদীতে প্রতিবছর ব্যাপক ভাঙ্গন হচ্ছে। এতে ঝিনাই নদীর পার্শ্ববর্তী কয়েকশ’ ভিটা-বাড়ি নদীতে বিলীন হয়ে যায়।
×