ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাংলার সঙ্গীতের লোকগানের আসর ও গুণীজন সম্মাননা

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ নভেম্বর ২০১৬

বাংলার সঙ্গীতের লোকগানের আসর ও গুণীজন সম্মাননা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলার সঙ্গীতের আয়োজনে বিশেষ লোকগানের আসর। সংগঠনটির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গুণীজনদের সম্মাননাও দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধাবিষয়কমন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এ প্রসঙ্গে বাংলার সঙ্গীতের সভাপতি লিপু খন্দকার বলেন, অনুষ্ঠানটি কয়েকটি ভাগে সাজানো হয়েছিল। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল বাংলার সংস্কৃতিকে তুলে ধরা। এ আয়োজনে লোকগান পরিবেশন করা হয়। বিশেষ করে লালনগীতি, পল্লীগীতি, হাছন রাজা, শাহ আবদুল করিম ও বাউল গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ছিল বাংলার লোক গান নিয়ে আলোচনা। এরপর বিশেষভাবে সম্মাননা জানানো হয় জনপ্রিয় সঙ্গীতশিল্পী চন্দনা মজুমদার, এসআই টুটুল ও শাহনাজ বেলীকে। এছাড়া বিশেষ বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে সম্মাননাও জানানো হয়। তারা হলেন হাসান মতিউর রহমান, লিটন আব্বাস, মাসুম বিল্লাল ফারদিন, চিত্রনায়ক শাহরিয়াজ হোসেন, চিত্রনায়িকা সিমি সিমরান, সাদিয়া আফরিন, এমএস শফি, ইভান চৌধুরী, শাওন রহমান, সালাউদ্দিন সুজন, মিষ্টি মারিয়া, এম আলমগীর, সোহেল রানা, আসলাম খান, শ্যামল-স্মৃতি, বাংলাদেশি আইডল মন্টি, বৃষ্টি, একে আজাদ সানী, আন্নু মালিক লিটন, শুভ চৌধুরী, সাজ্জাদুর রহমান বাদল, কানিজ ফাতেমা রিপা, হাবিবুল ইসলাম হাবিব, তূর্য নাসির, শিখা খান, জেসমিন আক্তার নদী, মীম, শামীম আহমেদ, কেয়াসহ অনেকে।
×