ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়েদের এগিয়ে আসতে হবে ॥ আরেফিন সিদ্দিক

প্রকাশিত: ০৪:১২, ১৩ নভেম্বর ২০১৬

মেয়েদের এগিয়ে আসতে হবে ॥ আরেফিন সিদ্দিক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক সার্টিফিকেট কোর্স ২০১৬’র সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সুফিয়া কামাল ভবনে এ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আইনজীবী এ্যাডভোকেট হিরন্ময় হালদার শিশির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মহিলা পরিষদ সব সময় অগ্রগামী। সংগঠনটি নিয়মিতভাবে প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করে যাচ্ছে যা সত্যিই প্রশংসনীয়। নারীরা নিজেরা গুছিয়ে যে কোন কাজ করে তারই প্রতিফলন দেখছি আমি এই সংগঠনে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে নারীর জন্য দুয়ার উন্মুক্ত ছিল; যেটা পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রছাত্রীর অনুপাত কাছাকাছি। ফলের দিক থেকে নারীরা এগিয়ে বলেও তিনি উল্লেখ করেন। উপাচার্য আরও বলেন, বহুদিন ধরে মেয়েরা পিছিয়ে ছিল। তাই মেয়েদের এগিয়ে আসতে হবে। একটি সমাজ এগিয়ে যাওয়ার জন্য নারীর ক্ষমতায়ন যে কত গুরুত্বপূর্ণ তার প্রতিফলন আমরা উন্নত দেশগুলোতে দেখি। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী-পুরুষ সমানভাবে এগিয়ে আসতে হবে। আয়শা খানম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ পাঁচ বছর ধরে কোর্সটি পরিচালনা করে যাচ্ছে। মহিলা পরিষদের বহুমাত্রিক কাজের ছোট একটি নমুনা এই কাজ। একে অধিকতর ফলপ্রসূ করত হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমরা দুটি বাংলাদেশ দেখি। আলো এবং অন্ধকার। নারী এগিয়ে যাচ্ছে আবার সহিংসতার শিকার হচ্ছে। এই সহিংসতা থেকে মুক্তি দিতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সমাজে নারী-পুরুষের সকল অসমতা দূর করে একটি মানবিক, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার জন্য মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীর মধ্যে বক্তব্য রাখেন অ্যাকশন এইড বাংলাদেশের মোকাদ্দেসা কাদের করবী, পুলিশ সুপার ফরিদা ইয়াসমিন প্রমুখ। ৮টি মডিউলে ৩ মাসের কোর্সটি ৪২ টি ক্লাসের মাধ্যমে শেষ হয়।
×