ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড় নাদায় লক্ষ্মীপুরে ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৪:৩২, ১২ নভেম্বর ২০১৬

ঘূর্ণিঝড় নাদায় লক্ষ্মীপুরে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১১ নবেম্বর ॥ লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় নাদার প্রভাবে এখনও হাজার হাজার হেক্টর জমির আধাপাকা-কাঁচা ধান পানির নিচে। সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে শীতকালীন শাকসবজিরও। এতে উঠতি ফসল ঘরে তুলতে না পেরে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফা জানান, চলতি বছর জেলায় ৭৮ হাজার ২০০ হেক্টরে আমন আবাদ করা হয়। এর মধ্যে স্থানীয় বিভিন্ন জাতের চাষ হয়, ১০ হাজার ২০ হেক্টরে। এতে টানা বর্ষণে আমন ধানক্ষেতে নুয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় ১১ হাজার ২৬০ হেক্টরের আমন। শীতকালীন সবজির আবাদ হয়েছে ১১শ’ ৯৫ হেক্টরের। এতে টানা বর্ষণে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয় সাত শ’ হেক্টরের শীতকালীন সবজি। তবে কৃষকরা জানান, তাদের অধিকাংশ শীতকালীন অধিকাংশ সবজিই সম্পূর্ণরূপে ক্ষতিগস্ত হয়।
×