ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় বৈদ্যুতিক শক ও কুপিয়ে দুই যুবক হত্যা

প্রকাশিত: ০৫:৫৫, ১০ নভেম্বর ২০১৬

কুমিল্লায় বৈদ্যুতিক শক ও কুপিয়ে দুই যুবক হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৯ নবেম্বর ॥ বুড়িচং উপজেলার মোকাম গ্রামে দুই যুবককে ৩ দিন ঘরে আটকে রেখে বৈদ্যুতিক শক ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলো- জেলার দেবিদ্বার উপজেলার ভানি ইউনিয়নের আছাদনগর গ্রামের সালমান সবুজ এবং অপরজন মোক্তার হোসেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ মোক্তার হোসেনের পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে সবুজের পিতা আমির হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে বুড়িচং থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে বুধবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ওই ২ জনের লাশের ময়নাতদন্ত হয়েছে। এদের মধ্যে সালমান সবুজের লাশ তার স্বজনদের কাছে এবং অপরজনের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মাদকের টাকা কিংবা বিদেশ থেকে প্রেরিত টাকার লেনদেন নিয়ে মোক্তার হোসেন ও সালমান সবুজকে জেলার বুড়িচং উপজেলার মোকাম গ্রামের হাকিম আলী নামের এক ব্যক্তির বাড়িতে ৩ দিন ধরে আটক রেখে বৈদ্যুতিক শক দিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরের দিকে তাদের পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এতে ঘটনাস্থলে মোক্তার হোসেন মারা যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মোক্তার হোসেনের লাশ এবং অপর আহত সালমান সবুজকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে সবুজকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার গভীর রাতে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মোক্তার হোসেনের বাড়ি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মীরপুর এলাকায় বলা হলেও তার নাম-ঠিকানা বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। তার কোন স্বজনও পাওয়া যায়নি। এ ঘটনায় বুড়িচংয়ের মোকাম গ্রামের হাকিম আলীর ছেলে সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সালমান সবুজের পিতা আমির হোসেন। মাদকের টাকা কিংবা বিদেশ থেকে প্রেরিত টাকার লেনদেন নিয়ে সাইফুলসহ তার সহযোগীরা ওই দু’জনকে আটকের পর নির্যাতন করে হত্যা করতে পারে বলে স্থানীয়রা ধারণা করছে। এ ঘটনার পর হাকিম আলীর বাড়ির সকলে পলাতক রয়েছে। সালমান সবুজের ভগ্নিপতি আলাউদ্দিন সাংবাদিকদের জানান, মোকাম গ্রামের হাকিম আলীর ঘর থেকে আহত অবস্থায় সালমান সবুজকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। তাকে কেন ওই বাড়িতে আটকে রেখে নির্যাতনপূর্বক হত্যা করা হলো কিংবা সাইফুলের সঙ্গে সালমান সবুজের কি সম্পর্ক- এসব বিষয়ে জানতে চাইলে তিনি কিছুই জানাতে পারেননি। বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, মোকাম গ্রামের হাকিম আলীর বাড়ি থেকে মঙ্গলবার মোক্তার নামের একজনের লাশ এবং সালমান সবুজ নামে আহত এক যুবককে উদ্ধার করা হয়। পরে সালমান সবুজ মারা যায়। ওই বাড়ি থেকে কিছু চাপাতি ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে তাদের লাশের ময়নাতদন্ত হয়েছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
×