ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ধর্ষক আটকে পুলিশের পোস্টারিং ॥ পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ০৪:০৫, ১০ নভেম্বর ২০১৬

ধর্ষক আটকে পুলিশের পোস্টারিং ॥ পুরস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পাগলাদহে হাত-পা বেঁধে স্কুলছাত্রীর শ্লীলতাহানি ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেকের সন্ধান চেয়ে পোস্টারিং করেছে পুলিশ। একই সঙ্গে আটক অভিযান অব্যাহত রয়েছে। খালেকের বাড়ি, তার শ্বশুরবাড়ি, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়ি এলাকায় সোর্স লাগিয়েছে। তবে পাগলাদহ ও বিরামপুর এলাকায় চাউর হচ্ছে সে ঢাকা অথবা ভারতে পালিয়েছে। এদিকে খালেককে ধরিয়ে দিলে বা তাকে ধরা যাবে- এমন তথ্য দিলে পুলিশের পক্ষে প্রথমে ২৫ হাজার ও পরে ৩৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আর ওই পুরস্কারের কথা পোস্টারেই বলা হয়েছে। স্কুলছাত্রীর ওপর যৌন নির্যাতনকারী পাগলাদহ গ্রামের প্রভাবশালী আব্দুল খালেক আটক না হওয়ায় স্থানীয়রা ক্ষুব্ধ। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খালেকের মেয়ে সোমা ও স্ত্রী কমেনাকে আটক করেছে। ৪ নবেম্বর দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ধর্ষণ ঘটনা নিয়ে আয়োজিত টকশোতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যশোরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মায়ের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ধর্ষক কোন দল বা কত ক্ষমতাধর তা দেখা হবে না, দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করা হবে। তিনি টেলিফোনে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের সঙ্গে কথা বলেন। ওই দিন এ বিষয়ে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ধর্ষক খালেককে আটকে অভিযান অব্যাহত আছে। তাকে ধরিয়ে দিতে ২৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে পোস্টারিং করা হবে। পুলিশ সুপারের ঘোষণা অনুযায়ী যশোরাঞ্চলের বিভিন্ন স্পটে পোস্টারিং হয়েছে। পোস্টার সাঁটানোর পর দু’দিন পার হলেও ইতিবাচক কোন তথ্য মেলেনি। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এসআই খাদিজা খাতুন জানান, খালেককে আটকে অভিযান অব্যাহত রয়েছে। সব রকমের কৌশল ও চেষ্টা চলছে। পোস্টারিং হয়েছে। সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৫ নবেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের অধীন সি-৩ (বিজ্ঞান শাখা) ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৫ নবেম্বর পুনরায় অনুষ্ঠিত হবে। বুধবার বেলা আড়াইটায় চবি সিনেট কক্ষে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ তথ্য জানান। বাতিল করা হয় ৩১ অক্টোবর অনুষ্ঠিত সি-৩ ইউনিটের ভর্তি পরীক্ষা।
×