ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় লালনমেলা শুরু আজ

প্রকাশিত: ০৩:৪৮, ১০ নভেম্বর ২০১৬

কুষ্টিয়ায় লালনমেলা শুরু আজ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া ॥ বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ বাউল সঙ্গীতের ক্ষেত্রে স্মরণীয় হয়ে রয়েছে মরমী সাধক ও লোক কবি ফকির লালন শাহের নাম। দেশের গন্ডি পেরিয়ে লালনের নাম আজ বহির্বিশ্বেও সমাদৃত। লালনের গানে কেবল অধ্যাত্ম দর্শনই নয়, বাংলার সমাজ, প্রকৃতি ও মানুষের কথাও প্রতিফলিত হয়েছে। লালনের গান কেবল পল্লী বাংলার হাজার হাজার মানুষকেই মুগ্ধ ও উদ্বুদ্ধ করেনি, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও করেছে অনুপ্রাণিত। প্রায় দুই শতাব্দীকাল তাঁর গান বাঙালীর মরমী-মানসের অধ্যাত্ম-ক্ষুধা ও রস-তৃষ্ণা মিটিয়ে আসছে। প্রকৃতপক্ষে লালন আজ লৌকিক বাংলার কিংবদন্তির সঙ্গীত নায়ক হিসেবে প্রতিষ্ঠিত ও পরিচিত। মহান এ সাধককে আরও স্মরণীয়-বরণীয় করে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবার ভিন্ন আঙ্গিকে লালনের চারণ ভূমি এবং সাধন-ভজনের তীর্থ স্থান কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ বৃহস্পতিবার থেকে শুরু করছে দুই দিন ব্যাপী সাধুসঙ্গ ও বাউল গানের আয়োজন ‘লালন মেলা’। কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতা ও ব্যবস্থাপনায় এ আয়োজনকে ঘিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধু এবং লালন ভক্ত ও অনুসারীদের আগমনে ইতোমধ্যেই লালনের আঁখড়াবাড়ি চত্বর পরিণত হয়েছে উৎসব পল্লীতে। দুই দিন ব্যাপী এ লালন মেলায় থাকছে ‘লালন সাঁই : মরমি মৃত্তিকার ফসল’ শীর্ষক সেমিনার, শোভাযাত্রা, ‘বাউল গানের বিশ্ব পরিভ্রমণ’ বিষয়ক মুক্ত আলোচনা এবং ৬৪ জেলার প্রতিশ্রুতিশীল শিল্পী ও বাউল শিল্পীদের পরিবেশনায় মধ্যরাত পর্যন্ত লালন সঙ্গীতের আসর। প্রথম দিন আজ বিকেল ৪টায় মেলার উদ্বোধন করছেন ১০ জন প্রবীণ লালন ভক্ত ও অনুসারী। লালন একাডেমির সভাপতি কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বসবে ৬৪ জেলার প্রতিশ্রুতিশীল শিল্পী ও বাউল শিল্পীদের নিয়ে লালন সঙ্গীতের আসর। এ পরিবেশনা চলবে মধ্যরাত পর্যন্ত। অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার সকাল ৭ টায় থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা, ১০টায় লালন একাডোম মিলনায়তনে ‘বাউল গানের বিশ্ব পরিভ্রমণ’ বিষয়ক মুক্ত আলোচনা এবং বিকেলে রয়েছে লালন সঙ্গীতের আসর। এ মেলা প্রসঙ্গে কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে কুষ্টিয়ায় এবারই প্রথম সারাদেশের বাউলদের নিয়ে একটি ভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতোমধ্যেই ‘লালন মেলা’ আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
×