ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সাম্প্রদায়িকতা ব্রাহ্মণবাড়িয়াকে এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে’

প্রকাশিত: ০৫:১২, ৯ নভেম্বর ২০১৬

‘সাম্প্রদায়িকতা ব্রাহ্মণবাড়িয়াকে এক বিচ্ছিন্ন  দ্বীপে পরিণত করেছে’

স্টাফ রিপোর্টার ॥ নব্বইয়ের দশকের শেষের দিকে সাম্প্রদায়িকতার উত্থান; রাজনৈতিক সাহচর্য, প্রশাসনের গাফিলতিতে সেই সাম্প্রদায়িকতা ব্রাহ্মণবাড়িয়াকে এক বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করেছে। ‘আমরা লজ্জিত, আমরা ক্ষমাপ্রার্থী, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী’- এ ব্যানার নিয়ে মঙ্গলবার রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ‘আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী’ আয়োজিত সমাবেশে এভাবে ক্ষোভ প্রকাশ করেন দেশের সাংস্কৃতিক-সামাজিক ব্যক্তিত্বরা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন- নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ, কবি আসাদ চৌধুরী, কবি অসীম সাহা, একাত্তর টিভির বার্তা বিভাগের পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, শাহেদ চৌধুরী, রাজীব নূর, ফারহানা মিলি, আহাম্মেদ গিয়াস, মোহাম্মদ বারী প্রমুখ। নাসিরনগরের ঘটনায় ক্ষুব্ধ রামেন্দু মজুমদার বলেন, বাংলাদেশ যে একটি অসাম্প্রদায়িক দেশ ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা কিন্তু তা প্রমাণ করে না। কক্সবাজারের রামুর ঘটনার সঠিক বিচার হলে নাসিরনগরের ঘটনাটি ঘটত না। মন্ত্রী ছায়েদুল হক এ ঘটনায় উস্কানি দিক বা না দিক, দায়-দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত। রাজনৈতিক দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকলেও তা সরকারকে বের করতে হবে। নাসিরনগরের ঘটনাটি যেন শেষ ঘটনা হয়, সামাজিক প্রতিরোধ গড়ে উঠলে এ ধরনের দুষ্কৃতকারীরা আর কোন ধরনের ঘটনা ঘটাতে সাহস পাবে না। কবি আসাদ চৌধুরী বলেন, সরকারের ভাঁজে ভাঁজে যে দুর্নীতি আছে, তা খুঁজে বের করতে হবে। সমাজে শিক্ষা-সংস্কৃতির প্রসার ঘটাতে হবে, তবেই এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। ১৯৭৫ সাল থেকে মানুষ হত্যার বিচার ছিল না। ভোটের আগে মানুষের দাম হয়। তারপর ভোট ছাড়া মানুষের কোন মূল্য নেই। তার অভিযোগ, নাসিরনগরের ঘটনায় কায়েমীবাদীদের সমর্থন ছিল, ঘটনা আকস্মিক ও পরিকল্পিত ছিল। মুহাম্মদ সামাদ বলেন, রামুর ঘটনায় অপরাধীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের রুম থেকে গ্রেফতার করা হলেও তাকে ছেড়ে দেয়া হয়। ওই ঘটনায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এ ঘটনা ঘটত না। নাসিরনগরের অপকর্মের ঘটনার হোতাকে কোনভাবেই ছাড় দেয়া যাবে না।
×