ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়কে অধ্যক্ষসহ নিহত ছয় ॥ আহত ২৪

প্রকাশিত: ০৬:৪৬, ৭ নভেম্বর ২০১৬

সড়কে অধ্যক্ষসহ নিহত ছয় ॥  আহত ২৪

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে বাবা নিহত ও ছেলে আহত হয়েছেন। কুমিল্লায় অধ্যক্ষ, দিনাজপুরে শ্রমিক, জামালপুরে চালক, ঠাকুরগাঁওয়ে ছাত্র, মুন্সীগঞ্জে এক ব্যক্তি নিহত হয়েছেন। সাতক্ষীরা ও সীতাকু-ে ২৪ জন আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় আনসার আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছেলে আমির হোসেন। তাদের বাড়ি উপজেলার শিবপুর গ্রামে। রবিবার দুপুর ১২টায় ঢাকা-রাজশাহী মহাসড়কে পুঠিয়া উপজেলা সদরের ত্রিমোহনী মোড়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পবা হাইওয়ে পুলিশ জানায়, আমির হোসেন ভ্যান চালিয়ে তার বাবা আনসার আলীকে নিয়ে উপজেলা সদরে যাচ্ছিলেন। ত্রিমোহনী মোড়ে একটি ট্রাক তাদের ভ্যানকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনসার আলীকে মৃত ঘোষণা করেন। আর আমির হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কুমিল্লা ॥ সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৫৫) নামের এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁ গ্রামের বাসিন্দা, তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ ছিলেন। হাইওয়ে পুলিশ জানায়, বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় কুমিল্লাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে প্রাইভেটকারের চালক ও যাত্রী অধ্যক্ষ আমির হোসেন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা অধ্যক্ষ আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। দিনাজপুর ॥ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার শেরপুর দোতলা মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের পূর্ব ঢাকুলা কাপাসিকোপা গ্রামের সোলায়মান প্রামানিকের ছেলে। তিনি বড়পুকুরিয়া তাপ বিদ্যুত কেন্দ্রে নির্মাণাধীন ৩য় ইউনিটের একজন শ্রমিক। জামালপুর ॥ ইটবাহী ফাইটার উল্টে চালক রুবেল (২৫) নিহত হয়েছে। রবিবার সকালে জামালপুর-ময়মনসিংহ সড়কের নান্দিনার অদূরে বাদেচাঁন্দি তারকাটা মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল জামালপুর পৌর শহরের লাঙ্গলজোড়া গ্রামের কেলু মিয়ার ছেলে। সদর উপজেলার শরিফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম জানান, জামালপুরস্থ লাঙ্গলজোড়ার যমুনা ব্রিকফিল্ড থেকে ইটবোঝাই করে ফাইটারটি নান্দিনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাদেচাঁন্দি তারকাটা মিল এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়। এ সময় চালক রুবেল ফাইটারের নিচে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠাকুরগাঁও ॥ হরিপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাঈদী (১২) নামে ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। নিহত সাঈদী উপজেলার পাহাগাঁও গ্রামের রফিকুল ইসলাম ওরফে রফিকের ছেলে এবং বীরগড় দাখিল মাদ্রাসার ছাত্র। শনিবার রাত ৮টার দিকে চৌরঙ্গী বাজারের কাছে পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারে আখের রস বিক্রি শেষে সাঈদী রাত ৮টার দিকে ঠেলাগাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। পথে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সাঈদী গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। এ সময় পথচারীরা তার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রওনা দিলে পথে রাত ১০টার দিকে পীরগঞ্জে সে মারা যায়। মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে সড়ক দুর্ঘটনায় জুয়েল বেপারী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম শিমুলিয়া গ্রামের আব্দুল রাজ্জাক বেপারীর ছেলে। জানা যায়, শনিবার সন্ধ্যার পরে মাওয়া-লৌহজং সড়কের মৌছা আমেনা হাকিম মাদ্রাসার সামনের রাস্তায় একটি গাড়ি তাকে চাপা দিলে সে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। এ সময় রাস্তা দিয়ে যাওয়া জনৈক রিক্সাচালক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে কাছের শিমুলিয়া ভাঙা হাসপাতালে পৌঁছে দেয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সাতক্ষীরা ॥ দেবহাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সখিপুর মহিলা কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আয়ুব আলী, চন্দ্র শেখর, আমজাদ হোসেন, মিলন, শাহীন, এনাত তাজুল হক, রতন দাস, অঞ্জন দাস, মাগবুল ও কাকুলীর নাম জানা গেছে। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায়। স্থানীয়রা জানান, কালিগঞ্জ থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সখিপুর মহিলা কলেজ এলাকায় পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ২০ জন আহত হয়েছে। সীতাকু-, চট্টগ্রাম ॥ সীতাকু-ে ক্যাভার্ডভ্যানের ধাক্কায় এ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে মহিলা রোগীসহ আহত ৪ জন। রবিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া আর আর টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া আর আর টেক্সটাইল মিল এলাকা চট্টগ্রামমুখী রোগীবাহী এ্যাম্বুলেন্সটি অতিক্রমকালে মিল থেকে প্রাণ কোম্পানির ক্যাভার্ডভ্যানটি মহাসড়কে উঠার সময় রোগীবাহী এ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এতে এ্যাম্বুলেন্সে থাকা মহিলা রোগী অজ্ঞাতনামা চালক সোহাগ, হেলফার সাদ্দাম হোসেনও রোগীর আত্মীয় সাহাদাত হোসেন গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে সীতাকু- ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এ্যাম্বুলেন্স চাপা থেকে চালক ও আহতদের উদ্ধার করে সীতাকু- স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
×