ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোল্ডেন গ্লোব আজীবন সম্মাননা পাচ্ছেন মেরিল স্ট্রিপ

প্রকাশিত: ০৬:২৪, ৭ নভেম্বর ২০১৬

গোল্ডেন গ্লোব আজীবন সম্মাননা পাচ্ছেন মেরিল স্ট্রিপ

সংস্কৃতি ডেস্ক ॥ হলিউড ইতিহাসের সবচেয়ে তুখোড় ও সুঅভিনেত্রীদের একজন মেরিল স্ট্রিপ। ‘দ্য আয়রন লেডি’ খ্যাত মেরিল স্ট্রিপ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে তিন তিনবার অস্কার জয় করেন। বিশ্ববিখ্যাত এই অভিনেত্রীকে এবার গোল্ডেন গ্লোব আজীবন সম্মননায় ভূষিত করতে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সম্প্রতি গোল্ডেন গ্লোব পুরস্কার কমিটি তাদের এই সিদ্ধান্তের কথা জানায়। আগামী জানুয়ারি মাসে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এ এ্যাওয়ার্ড তুলে এই অভিনেত্রীর হাতে দেয়া হবে। তার প্রজন্মের সব থেকে সেরা অভিনেত্রী হিসেবে এ পুরস্কার তুলে দেবে এ্যাওয়াড কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে হলিউড ফরেইন প্রেস এ্যাসোসিয়েশনের সভাপতি লরেঞ্জো সোফিয়া বলেন, তিনি সবসময় শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করেছেন। সত্যিটাই সর্বদা পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন। টিভি, সিনেমা এবং মঞ্চে তিনি ছিলেন একজন জাদুকরী অভিনেত্রী। লিঙ্গ এবং বয়সের সীমারেখাকে ছাড়িয়ে যাওয়ার জন্যই আমরা তাকে এই পুরস্কারে ভূষিত করছি। আমরা নিজেরাও এতে গর্বিত। মেরিল স্ট্রিপ পেশাজীবী মঞ্চ অভিনেত্রী হিসেবে ১৯৭১ সালে ‘দ্য প্লেবয় অব সেভিলের’ মাধ্যমে অভিষেক ঘটান। ১৯৭৭ সালে টেলিভিশন চলচ্চিত্র ‘দ্য ডেডলিয়েস্ট সিজনে’ অভিষিক্ত হন। একই বছরে তিনি ‘জুলিয়া’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারের সূচনা করেন। ১৯৭৯ সালের ‘ক্রেমার ভার্সাস ক্রেমার’ জন্য মেরিল স্ট্রিপ তার ক্যারিয়ারের প্রথম অস্কার জেতেন। ১৯৮২ সালে ‘সোফিস চয়েজ’ চলচ্চিত্রের জন্য তিনি দ্বিতীয়বারের মতো সেরা অভিনেত্রীর অস্কার জেতেন। পরবর্তীতে ‘দ্য আয়রন লেডি’ (২০১১)-এর জন্য তৃতীয়বার অস্কার জিতে নিয়ে ইতিহাস গড়েন তিনি। এবার গোল্ডেন গ্লোব আজীবন সম্মননায় ভূষিত হয়ে বিশ্ব ইতিহাসে অনন্য উচ্চতায় স্থান করে নিতে যাচ্ছেন তিনি।
×