ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মূলধন পুনর্গঠনে প্রবাসীকল্যাণ ব্যাংক ৩০০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে

প্রকাশিত: ০৬:১৭, ৭ নভেম্বর ২০১৬

মূলধন পুনর্গঠনে প্রবাসীকল্যাণ ব্যাংক ৩০০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মূলধন পুনর্গঠনের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক ৩০০ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে। এর মধ্যে ২৫০ কোটি টাকা দেবে সরকার, বাকি ৫০ কোটি টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড যোগান দেবে। এ বরাদ্দ মঞ্জুরির জন্য সম্প্রতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ বিভাগে চিঠি দিয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার ২০১০ সালে প্রবাসীকল্যাণ ব্যাংক আইন করে। আইন অনুযায়ী, বিদেশে যাওয়া এবং বিদেশ থেকে ফিরে এসে দেশে আত্মকর্মসংস্থান গড়ে তোলার ক্ষেত্রে অর্থায়ন করাই ব্যাংকটির মূল কাজ। ২০১১ সালের ২০ এপ্রিল ব্যাংকটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সারাদেশে ব্যাংকটির ৪৯টি শাখা রয়েছে। সূত্র জানায়, প্রবাসীকল্যাণ ব্যাংকের মূলধন পুনর্গঠনের জন্য অর্থ বরাদ্দের ব্যাপারে গত ১ আগস্ট অর্থ বিভাগে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের সভাপতিত্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থবিভাগ, প্রবাসীকল্যাণ ব্যাংক, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংকের প্রতিনিধি সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সূত্র জানায়, ওই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, প্রবাসীকল্যাণ ব্যাংক আইন, ২০১০ এর ধারা ৮(১) এ প্রারম্ভিক শব্দটি উল্লেখ থাকায় ব্যাংকটির পরিশোধিত মূলধন বাড়ানোর ক্ষেত্রে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ও সরকারের প্রদেয় মূলধনের অনুপাত (যথাক্রমে ৯৫ শতাংশ এবং ৫ শতাংশ) হুবহু রক্ষা করা বাধ্যতামূলক নয়। সুতরাং ২০১৩ সালের ৯ এপ্রিল গঠিত কমিটির সুপারিশ অনুসারে ২৫০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়ার জন্য অর্থ বিভাগকে এবং ৫০ কোটি টাকা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক পরিশোধ করার জন্য প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে চিঠি পাঠানোর সুপারিশ করা হয়।
×